জাতীয় ক্রিকেট লিগ

শুরুর ধাক্কা সামলে ইফতি-ইমনের ব্যাটে লড়াইয়ে ফিরল বরিশাল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 19:11 Saturday, November 16, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছে বরিশাল বিভাগ ও রংপুর বিভাগ। এই ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৬৬ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে বরিশাল বিভাগ।

যদিও টসে হেরে ব্যাট করতে নেমে তাদের শুরুটা একেবারেই ভালো ছিল না। মাত্র ৮ রানেই তারা হারিয়েছিল ওপেনার আব্দুল মজিদের উইকেট। বরিশালের এই ওপেনারকে এলবিডব্লিউ বানিয়ে ফেরান রংপুরের পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ।

এরপর দলীয় ৪৩ রানের মধ্যে আরও ২ উইকেট হারায় দলটি। আদিল বিন সিদ্দিক ফিরেছেন মাত্র ৫ রান করে। আর ৮ রান করে আউট হয়ে যান অভিজ্ঞ ব্যাটার ফজলে মাহমুদ রাব্বি। দুজনকেই নিজের শিকার বানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন।

চতুর্থ উইকেটে ইফতেখার হোসেন ইফতি ও সালমান হোসেন ইমন মিলে গড়েন  ১১ রানের জুটি। ইফতেখার তানবির হায়দারের বলে বোল্ড হলে এই জুটি ভাঙে। আউট হওয়ার আগে ৯ চারে ১৪৫ রানে ৭০ রানের ইনিংস খেলেন ইফতি। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি সালমানও।

তিনি রান আউট হয়ে কাঁটা পড়েছেন ১৩৫ বলে ৬৭ রান করে। এরপর সোহাগ গাজী একাই টানছিলেন বরিশালকে। তবে তিনি শেষ বিকেলে ৩৫ রান করে ফিরে গেলে আবারও চাপে পড়ে বরিশাল। তবে আর কোনো বিপদ হতে দেননি মঈন খান  ও তানভির ইসলাম।

মঈন শূন্য ও তানভির ৬ রান করে এখনও অপরাজিত আছেন। রংপুরের হয়ে মামুন নিয়েছেন দুটি উইকেট। এ ছাড়া একটি করে উইকেট পেয়েছেন মুগ্ধ, আব্দুল গাফফার, আরিফুল হক ও তানবির হায়দার।