জাতীয় ক্রিকেট লিগ

১৭২ রানে অল আউট ঢাকা, সুমনের ৬ উইকেট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 18:29 Saturday, November 16, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চার রাউন্ড হয়ে গেলেও কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে। তবে পঞ্চম রাউন্ডে এই মাঠেই খেলছে খুলনা বিভাগ ও ঢাকা বিভাগ। ম্যাচটি একটু বেশ আলোচনায় কারণ এই ম্যাচ দিয়েই প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বলতে চলেছেন ইমরুল কায়েস।

যদিও প্রথম ইনিংসে তিনি ভালো করতে পারেননি। মাত্র ১৬ রান করে এনামুল হকের শিকার হয়েছেন। দ্বিতীয় ইনিংসে ভালো করে বিদায় রাঙানোর সুযোগ আছে বাঁহাতি এই ব্যাটারের। ইমরুলের ব্যর্থতার দিনে এই ম্যাচে আগে ব্যাট করে মাত্র ১৭২ রানে অল আউট হয়ে গেছে খুলনা।

দলটির ব্যাটিং অর্ডারে সবচেয়ে বড় ধস নামিয়েছেন ঢাকার পেসার সুমন খান। তিনি একাই নিয়েছেন ৬ উইকেট। এনামুল হক বিজয়কে আউট করে শুরু। এরপর একে একে নাহিদুল ইসলাম, জাওয়াদ রোয়েন, মাসুম খান ও আব্দুল হালিমের উইকেট নিয়ে পাঁচ উইকেট পূরণ করেন এই পেসার।

এরপর আল আমিন হোসেনকে ৬ রানে বোল্ড করে ঢাকার ইনিংস গুটিয়ে দেন সুমন। খুলনার হয়ে সর্বোচ্চ ৬৯ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তার ৯৪ বলের ইনিংস সাজানো ছিল ১২টি চারে। এ ছাড়া বিজয়ের ২৮ রান ছাড়া কেউই বিশের কোটা পাড় হতে পারেননি।

সুমনের ৬ উইকেট নেয়ার দিনে ২টি উইকেট নিয়েছেন সালাহউদ্দিন শাকিল। আর একটি করে উইকেট পেয়েছেন এনামুল হক ও মাহফুজুর রাব্বি। এরপর ব্যাটিংয়ে নেমে স্বস্তিতে নেই ঢাকাও। তারা ৩ উইকেটে ৫৮ রান করে দিনের খেলা শেষ করেছে।

খুলনার মাঝারি রানের জবাবে ৩ রানে ঢাকা হারায় ওপেনার রনি তালুকদারের উইকেট। মাত্র ২ রান করে ফিরে যান এই ঢাকার ওপেনার। জয়রাজ শেখ আউট হয়েছেন ৯ রান করে। আশিকুর রহমান ১১ রানের বেশি করতে পারেননি।

তবে দিনের বাকি সময়টা বেশ ভালোভাবেই সামাল দিয়েছে ঢাকা। মোসাদ্দেক হোসেন অপরাজিত আছেন ২৯ বলে ২০ রান করে। আর ১৫ রান নিয়ে ব্যাট করছেন আরিফুল ইসলাম। খুলনার আল আমিন হোসেন নিয়েছেন ২টি উইকেট। একটি উইকেট গেছে আব্দুল হালিমের ঝুলিতে।