|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার ট্রফি ক্যাবিনেটে একের পর এক শিরোপা ধরা দিয়েছে গত কয়েক দশকে। ২০২৩ সালে অস্ট্রেলিয়া জিতেছে ওয়ানডে বিশ্বকাপ। তবে ১০ বছর ধরে তারা বোর্ডার-গাভাস্কার সিরিজ জেতেনা। এবার তারা ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে আবারও মাঠে নামতে চলেছে।
এই সিরিজ জিতে পূর্ণতার আনন্দ পেতে চান অজি অধিনায়ক প্যাট কামিন্স। কদিন আগেই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের এক বছর পূর্তি হয়েছে। এ ছাড়া গত বছরই ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া দল।
যদিও ভারত সর্বশেষ চারটি সিরিজেই অস্ট্রেলিয়াকে হারিয়েছে। এর মধ্যে দুটি সিরিজ অস্ট্রেলিয়া হেরেছে নিজেদের মাটিতে। এদিকে পার্থে শুক্রবার শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ভারতের পাঁচ ম্যাচের সিরিজ। আগের দিন সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে কামিন্স বলেছেন, 'আমার মনে হয়, ড্রেসিং রুমের অর্ধেক সদস্যই বোর্ডার-গাভাস্কার ট্রফি জেতেনি। আমাদের জন্য তাই এটা শেষ একটি লক্ষ্য, যেটি পূরণ করার বাকি আছে। গত কয়েক বছরে অন্য প্রায় সব চ্যালেঞ্জেই আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি এবং ভালো করেছি। আরও একটি বছর, আরেকটি অস্ট্রেলিয়ান গ্রীষ্মে সেটি করতে পারলে সবকিছু একটা পূর্ণতা পাবে। এটা দুই-তিন মৌসুমের ব্যাপার শুধু নয়, প্রায় অর্ধেক প্রজন্মের ব্যাপার। বিশ্বের সেরা দলগুলির একটি ভারতকে এখানে পেয়ে আমরা তাই দারুণ রোমাঞ্চিত।'
এই সিরিজের আগে চোটে জর্জরিত ভারত। প্রস্তুতি ম্যাচে চোটে পড়েছেন শুভমান গিল ও লোকেশ রাহুল। এ ছাড়া কদিন আগেই দ্বিতীয়বারের মতো সন্তানের বাবা হয়েছেন রোহিত শর্মা। এর ফলে প্রথম টেস্টে তার খেলা হচ্ছে না। পার্থে ভারতকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক জসপ্রিত বুমরাহ।
ভারত অবশ্য এমন ইনজুরি জর্জরিত স্কোয়াড নিয়েও চমক দেখাতে পারে বলে মনে করেন কামিন্স। আইপিএল খেলার সুবাদে ভারতের স্কোয়াডের প্রায় সবাইকেই চেনা আছে অজি অধিনায়কের। তারাও টেস্ট খেলার মতো যথেষ্ট যোগ্য বিশ্বাস কামিন্সের।
এ প্রসঙ্গে কামিন্স বলেন, 'আমাদের দলের প্রায় সবাই আইপিএলে খেলেছি এবং দেখেছি, নতুনরা কীভাবে এসে সরাসরিই মানিয়ে নেয়। ওরা এবার নিয়মিত দু-একজনকে পাচ্ছে না, তবে আমরা খুব ভালো করেই জানি, যাদেরকে তারা বেছে নেবে, তারা টেস্ট ক্রিকেট খেলার মতো যথেষ্টই ভালো।'