শ্রীলঙ্কা - নিউজিল্যান্ড সিরিজ

দ্রুততম হাজারে ব্র্যাডম্যানের পাশে কামিন্দু

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 18:30 Friday, September 27, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

গ্লেন ফিলিপসের করা ডেলিভারিটি স্কয়ার লেগে ঠেলে দিয়ে সেঞ্চুরির উল্লাসে মেতে উঠলেন কামিন্দু মেন্ডিস। ৮ টেস্টে ৫ সেঞ্চুরিতে লঙ্কান ব্যাটার পাশে বসলেন ডন ব্র্র্যাডম্যানের। শেষ বিকেলে শ্রীলঙ্কার ইনিংস ঘোষণার আগে অপরাজিত ১৮২ রান করে দ্রুততম হাজার রানের রেকর্ডে আবারও ব্র্যাডম্যানকে ছুঁয়ে ফেললেন কামিন্দু।

সবশেষ মার্চে বাংলাদেশের বিপক্ষে সিলেটে দুই ইনিংসেই সেঞ্চুরি করে নিজের টেস্ট ক্যারিয়ারের রঙিন সময়টা শুরু করেছিলেন কামিন্দু। সেই টেস্টের পর থেকে আর থামতে হয়নি শ্রীলঙ্কার বাঁহাতি ব্যাটারকে। ইংল্যান্ড সফরে ওল্ড ট্র্যাফোর্ডে আরও এক সেঞ্চুরিতে নিজের সামর্থ্যের ছাপ রাখতে থাকেন তিনি। গলে সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি পেয়েছিলেন, এবার একশ ছোঁয়া ইনিংস খেলেছেন চলমান টেস্টেও।

কিউইদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাওয়া সেঞ্চুরিতে কামিন্দুর একশ ছোঁয়া ইনিংসের সংখ্যা পাঁচটি। ইনিংসের হিসেবে টেস্টে ৫ সেঞ্চুরি করতে কামিন্দুর লেগেছে ১৩ ইনিংস। একই সমান ইনিংসে ব্র্যাডম্যানও সেঞ্চুরি পেয়েছিলেন পাঁচটি। ৫ সেঞ্চুরির হিসেবে তাই সর্বকালের সেরা ব্যাটার ব্র্যাডম্যানের পাশে জায়গা করে নিয়েছেন শ্রীলঙ্কার এই ব্যাটার।

কামিন্দুর চেয়ে কম ইনিংস খেলে ৫ সেঞ্চুরির কীর্তি আছে ওয়েস্ট ইন্ডিজের স্যার এভারটন উইকস (১০ ইনিংস), ইংল্যান্ডের হার্বার্ট সাটক্লিফ (১২ ইনিংস) এবং অস্ট্রেলিয়ার নিল হার্ভে (১২ ইনিংস)। দুপুর নাগাদ এমন কীর্তির পর শেষ বিকেলে রাচিন রবীন্দ্রর বলে উইকেট থেকে বেরিয়ে এসে ছক্কা মেরে হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন কামিন্দু।

বাঁহাতি ব্যাটারের এমন ছক্কার পরই ৫ উইকেটে ৬০২ রান নিয়ে ইনিংস ঘোষণা দেয় শ্রীলঙ্কা। ইনিংসের হিসেবে দ্রুততম হাজারেও ব্র্যাডম্যানকে ছুঁয়েছেন কামিন্দু। এক হাজার রান করতে ব্র্যাডম্যানকে খেলতে হয়েছিল ১৩ ইনিংস। ব্র্যাডম্যান ও কামিন্দুর চেয়ে কম ইনিংসে হাজার রান করেছেন সাটক্লিফ ও এভারটন। তারা দুজনই ১২ ইনিংসে হাজার রান স্পর্শ করেছিলেন।

এশিয়ার ব্যাটারদের মাঝে দ্রুততম হাজার রানের তালিকায় বিনোদ কাম্বলিকে পেছনে ফেলেছেন কামিন্দু। ভারতের সাবেক ক্রিকেটার এক হাজার করতে সময় নিয়েছিলেন ১৪ ইনিংস। এদিকে ম্যাচের হিসেবে লঙ্কান ব্যাটারের চেয়ে কম ম্যাচ খেলে এক হাজার করেছেন কেবল ব্র্যাডম্যান (৭ টেস্ট)।