বাংলাদেশ ক্রিকেট

সাউথ আফ্রিকা সিরিজ থেকে ‘৭০-৮০ শতাংশ’ টিকেট মিলবে অনলাইনে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 09:11 Friday, September 27, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

লম্বা সময় ধরে অনলাইনে টিকিট বিক্রির পরিকল্পনা করছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেটি আরও আগে থেকেই সফলভাবে শুরু করে বিসিবি। এবার বেশীরভাগ টিকিট অনলাইনে বিক্রি করার কথা ভাবছে তারা।

গতকালের সভায় আন্তর্জাতিক ম্যাচ এবং বিপিএলের বেশির ভাগ টিকেট অনলাইনে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সবকিছু ঠিক থাকলে সাউথ আফ্রিকা সিরিজ থেকেই শুরু হবে এমন কার্যক্রম। গণমাধ্যমকে এমনটা জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

তিনি বলেন, 'আমাদের যে খেলাগুলি হয়, কাগজের টিকেটে নিয়ন্ত্রণ করা কঠিন। আমরা টিকেটিং সিস্টেম ডিজিটালাইজড করতে যাচ্ছি। আন্তর্জাতিক ম্যাচ, বিপিএল সবকিছুতে এটা বোর্ডের রাজস্ব আয়ের ভালো উৎস হতে পারে বলে মনে করছেন পরিচালকরা।'

'আগে খুব কম পরিমাণে, ছোট্ট অংশ ছিল অনলাইনে টিকেট পাওয়া যেত। এটাকে আমরা ৭০-৮০ শতাংশই ডিজিটালাইজড করব, যতটা আমাদের জন্য উপযুক্ত হয়। প্রত্যেকটা টিকেটের হিসাব তাতে থাকবে আমাদের কাছে।'

বেশীরভাগ সময় দেখা গেছে টিকিট ব্যবস্থাপনায় ব্যবস্থাপনা। এমনকি টিকিট কালোবাজারির ঘটনাও এদেশে নৈমিত্তিক ব্যাপার। এসব ব্যাপারে স্বচ্ছতা আনতে বাড়তি নজর দিচ্ছে বিসিবি। এ কারণে সাউথ আফ্রিকা সিরিজকে 'পাইলট সিরিজ' হিসেবেই দেখা হচ্ছে।

ফারুক আরও বলেন, 'আমাদের কিছু টিকেট সৌজন্যমূলক দিতে হয়, কিছু এজেন্সি আছে, যারা কাজ করে। তাদের কিছু দাবি থাকে। ক্রীড়া মন্ত্রণালয়, র‌্যাব, পুলিশ, যারা যারা থাকেন, তাদের কথা বিবেচনায় রেখেছি। সৌজন্যমূলক সেই টিকেটগুলো যেন আমরা সনাক্ত করতে পারি। টিকেটে কিউআর কোড থাকবে। কোনটা সৌজন্যমূলক, কোনটা রাজস্ব টিকেট, সেটা যেন বুঝতে পারি, সেই ব্যবস্থা আমরা করতে যাচ্ছি।'

'সামনে দুটি টেস্ট ম্যাচ আছে। পাইলট প্রজেক্ট হবে এই সিরিজ। বেশি টিকিট করতে হবে না, টেস্ট ম্যাচে দর্শক বেশি হয় না। ব্যবস্থাপনা কেমন হতে পারে, এসব নিয়ে আলোচনা হবে। সিরিজ যেহেতু খুব কাছে, আমরা দেখব। সিস্টেমটা যারা তৈরি করছে, তারা যদি দিতে পারে, তাহলে চেষ্টা করব আমরা।'