টি-টোয়েন্টি বিশ্বকাপ

‘যারা সারা দুনিয়াকে রিভার্স সুইং শিখিয়েছে, তাদের শেখাতে এসো না’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 10:28 Saturday, June 29, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপে আর্শদিপ সিংয়ের বিপক্ষে বল টেম্পারিংয়ের অভিযোগ এনেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। সেই অভিযোগের বিপক্ষে খানিকটা বিরক্ত হয়েই জবাব দেন রোহিত শর্মা। ভারতের অধিনায়ককে এবার পাল্টা জবাব দিলেন ইনজামাম।

সুপার এইটের ম্যাচগুলোতে ১৫ ওভারের পরও রিভার্স সুইং করতে দেখা গেছে আর্শদিপ সিংকে। এটা দেখেই টেম্পারিংয়ের অভিযোগ টানেন ইনজামাম। ভারতের এই পেসারের পুরোনো বলে রিভার্স সুইং করানো দেখে চোখ কপালে ওঠে ইনজামামের।

এসব নিয়ে অভিযোগ করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে নামার আগে এমন বিতর্কে মুখ খুলেছেন রোহিত। ইনজামামকে মাথা খাটিয়ে কথা বলার জন্য 'খোঁচা' মারেন তিনি।

জবাবে ইনজামাম বলেন, ‘মাথা তো আমি নিশ্চয়ই খুলে নেব। প্রথম কথা হচ্ছে, ও স্বীকার করেছে যে রিভার্স সুইং হচ্ছে। এর মানে আমরা যেটা ধারণা করেছিলাম, সেটা ঠিক আছে। কীভাবে রিভার্স সুইং হয়, কতটুকু রোদের মধ্যে হয়, কোন উইকেটে হয়, রোহিত শর্মার সেটা আমাদের বলার প্রয়োজন নেই। যারা রিভার্স সুইং সারা দুনিয়াকে শিখিয়েছে, তাদের শেখাতে হয় না। ওকে বলবেন এ ধরনের কথাবার্তা ঠিক নয়।’

একইসঙ্গে ইনজামাম এটাও দাবি করেন যে বল টেম্পারিংয়ের কোনো অভিযোগ তিনি করেননি। পুরো বিষয়টিকে রোহিতের সামনে গণমাধ্যম ভুলভাবে প্রকাশ করেছে বলে দাবি করেন তিনি। ফাইনালে আম্পায়ারদের সতর্ক থাকতে আহ্বানও জানান ইনজামাম।

তিনি আরও বলেন, ‘না, আমি এটা (বল টেম্পারিং করা) বলিনি। (রোহিতকে ওই সাংবাদিক) বিষয়টি ভুলভাবে উপস্থাপন করেছে। আমি আম্পায়ারকে পরামর্শ দিয়েছিলাম, ১৫তম ওভারে রিভার্স সুইং হচ্ছে, চোখ খোলা রাখুন।’

‘এখনো আম্পায়ারের প্রতি আমার এই পরামর্শ থাকবে। সঙ্গে আম্পায়ার যদি তাঁর মাথাও খোলা রাখেন, তাহলে অনেক ভালো হবে। ও (রোহিত) তো শুধু মাথা খোলা রাখার কথা বলেছে। আমি আম্পায়ারকে বলছি—চোখও খোলা রাখুন, মাথাও খোলা রাখুন।’