এনসিএল

বিমানবন্দর থেকে ফিরতে হলো মুস্তাফিজকে

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 17:50 বুধবার, 09 অক্টোবর, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

১০ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডে খেলা হচ্ছে না মুস্তাফিজুর রহমানের। প্রথম রাউন্ডে মাঠে নামার জন্য বোর্ড থেকে ছাড়পত্র দেয়া হয়নি বাঁহাতি এই পেসারকে।

খুলনা বিভাগের কোচ কাজী ইমদাদুল বাশার রিপন ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে দ্বিতীয় রাউন্ডে মুস্তাফিজকে পাওয়ার ব্যাপারে আশাবাদী এই কোচ।

বাশার বলেন, ‘প্রথম রাউন্ডে আমরা মুস্তাফিজকে পাচ্ছি না। সে আমাদের স্কোয়াডে ছিল কিন্তু শেষ মুহূর্তে তাকে মাঠে নামার জন্য ছাড়পত্র দেয়া হয়নি বোর্ড থেকে। দ্বিতীয় রাউন্ডে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী আমরা।’ 

বুধবার খুলনায় দলের সঙ্গে অনুশীলনে যোগ দেয়ার কথা ছিল মুস্তাফিজের। এ জন্য মঙ্গলবার ঢাকা থেকে যশোরের বিমান ধরার কথা ছিল তাঁর। কিন্তু বিমান বন্দর থেকে ফিরতে হয় বাঁহাতি এই পেসারকে।  

ফিজিওর পরামর্শে প্রথম ম্যাচের জন্য বিশ্রামে রাখা হয়েছে মুস্তাফিজকে। ফিজিও বলেছেন, ‘ম্যাচ খেলার জন্য এখনও সম্পূর্ণরূপে ফিট না থাকায় আমরা তাঁকে প্রথম রাউন্ডে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

মুস্তাফিজের বদলি হিসেবে খুলনা বিভাগে নেওয়া হয়েছে আরেক তরুণ পেসার মোহাম্মদ রনিকে। বাশার বলেন, ‘মুস্তাফিজের জায়গায় আমরা একজন তরুণ পেসারকে নিয়েছি। নাম মোহাম্মদ রনি, সে আমাদের স্কোয়াডের সঙ্গে আছে।’ 

খুলনা বিভাগের স্কোয়াড: ইমরুল কায়েস, সৌম্য সরকার, মঈনুল ইসলাম সোহেল, তুষার ইমরান, নাহিদুল ইসলাম, রবিউল ইসলাম রবি, অমিত মজুমদার, জিয়াউর রহমান, আব্দুর রাজ্জাক, ইমরানুজ্জামান, মোঃ রনি, রুবেল হোসেন ও আল আমিন হোসেন।