পাকিস্তান - নিউজিল্যান্ড সিরিজ

৪ রানের হারে সিরিজে পিছিয়ে পাকিস্তান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:45 শুক্রবার, 26 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

স্কোয়াডে থাকলেও প্রথম তিন টি-টোয়েন্টির একটিতেও একাদশে জায়গা পাননি ফখর জামান। চতুর্থ টি-টোয়েন্টিতে নিজের ফেরার ম্যাচেই খেলেছেন ৪৫ বলে ৬১ রানের ইনিংস। নিউজিল্যান্ডের দেয়া ১৭৯ রান তাড়ায় শেষ দিকে ইমাদ ওয়াসিমও খেললেন ১১ বলে ২২ রানের ক্যামিও ইনিংস। তবুও শেষ বলে ৬ রানের সমীকরণ মেলাতে না পেরে পাকিস্তানকে হারতে হয়েছে ৪ রানে। টানা দুই হারে সিরিজে ২-১ ব্যবধান পিছিয়ে বাবর আজমের দল।

লাহারে ১৭৯ রান তাড়ায় দ্বিতীয় ওভারেই উইকেট হারায় পাকিস্তান। উইলিয়াম ও’রুর্কির অফ স্টাম্পের বাইরের গুড লেংথ ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে শর্ট কভারে থাকা ডেন ফক্সক্রফ্টকে ক্যাচ দিয়েছেন বাবর। সবশেষ দুই ম্যাচেই রানের দেখা না পাওয়া পাকিস্তানের অধিনায়ক ফিরেছেন ৪ বলে ৫ রান করে। আরেক ওপেনার সাইম আইয়ুব ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি।

ও’রুর্কির লেগ স্টাম্পের ওপর করা ডেলিভারিতে ফ্লিক করে ডিপ স্কয়ার লেগের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন সাইম। তবে ব্যাটে-বলে ঠিকঠাক না হওয়ায় জশ ক্লার্কসনের হাতে ধরা পড়তে হয় তরুণ এই ওপেনারকে। গত পিএসএলে দারুণ ব্যাটিং করা সাইম আউট হয়েছেন ১৫ বলে ২০ রানের ইনিংস খেলে। উসমান খানও ফিরেছেন দ্রুতই। পাকিস্তানের জার্সিতে অভিষেকের পর থেকে এখনও মনে রাখার মতো কোন ইনিংস খেলতে পারেননি তিনি।

বেন সিয়ার্সের বলে জ্যাকব ডাফির হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে উসমান করেছেন ১৬ রান। মাইকেল ব্রেসওয়েলের বলে আউট হওয়া শাদাব খানের ব্যাট থেকে এসেছে ৭ রান। একশর আগেই ৪ উইকেট হারানোর পর পাকিস্তানের হাল ধরেন ফখর ও ইফতিখার আহমেদ। তারা দুজনে মিলে যোগ করেন ৪১ বলে ৫৯ রান। ও’রুর্কির ওয়াইড লাইন বরাবর লেংথ ডেলিভারিতে ইফতিখার ফিরলে ভাঙে তাদের এই জুটি।

ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটারের থেকে এসেছে ২০ বলে ২৩ রান। শেষ দিকে ব্যাটিংয়ে নামের অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা ইমাদ। নিজের প্রত্যাবর্তনের ম্যাচে খেলেছেন ১১ বলে ২২ রানের ক্যামিও ইনিংসও। তবুও পাকিস্তানকে জেতাতে পারেননি অভিজ্ঞ এই অলরাউন্ডার। নিউজিল্যান্ডের হয়ে ও’রুর্কি তিনটি এবং সিয়ার্স নিয়েছেন দুটি উইকেট।

এর আগে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ডকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার টিম রবিনসন এবং টম ব্লান্ডেল। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ৫৬ রান। ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে ২৮ রান করা ব্লান্ডেল ফিরলে ভাঙে তাদের এই জুটি। ব্লান্ডেল পঞ্চাশ করতে না পারলেও আরেক ওপেনার রবিনসন আউট হয়েছেন ৫১ রানের ইনিংস খেলে। এ ছাড়া ফক্সক্রফ্ট ৩৪ এবং ব্রেসওয়েল করেছেন ২৭ রান। তাতেই ১৭৮ রানের পুঁজি পায় নিউজিল্যান্ড। পাকিস্তানের হয়ে তিনটি উইকেট নিয়েছেন আব্বাস আফ্রিদি।