বিশ্বকাপ ২০১৯

নিউজিল্যান্ডের বিপক্ষে সমীকরণের গোলকধাঁধায় দক্ষিণ আফ্রিকা

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 13:15 বুধবার, 19 জুন, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্বকাপে সমীকরণের গোলকধাঁধার সামনে দাঁড়িয়ে আছে দক্ষিণ আফ্রিকা। ৫ ম্যাচে ৩টিতে হার একটি জয় পাওয়া দলটির দেয়ালে পিঠ থেকে গিয়েছে। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে জয় ছাড়া বিকল্প নেই তাঁদের সামনে।

এই সমীকরণ মাথায় নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ফাফ ডু প্লেসির দল। যেকোন মূল্যে এই ম্যাচে জিততে চায় প্রোটিয়ারা। নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় তাঁদেরকে কিছুটা হলেও আত্মবিশ্বাস দিয়েছে।

উল্টো চিত্র নিউজিল্যান্ড শিবিরে। ৪ ম্যাচে তিনটিতে জয় পেয়েছে তাঁরা, বৃষ্টির কারণে ভারতের বিপক্ষে ম্যাচ পন্ড হওয়ায় এক পয়েন্ট পেয়েছে। ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থাকা দলটির সামনে সুযোগ রয়েছে সেমিফাইনালের পথে আরেক কদম এগিয়ে যাওয়ার।

ম্যাচের আগে ফুরফুরে মেজেজে আছে কেন উইলিয়ামসনের দল। তবে ম্যাচটিতে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না তাঁরা। কারণ টুর্নামেন্টের শেষের দিকে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের বিপক্ষে লড়তে হবে তাঁদের, তাই আগে ভাগেই সেমিফাইনেলের টিকিট পেতে মরিয়া ব্যাক ক্যাপসরা।

২০১৫ সালের দুই সেমিফাইনালিস্টের লড়াই আজ। বিশ্বকাপের শেষ দেখায় জয় নিয়ে মাঠ ছেড়েছিল নিউজিল্যান্ড। শেষ ওভারে প্রোটিয়া পেসার ডেল স্টেইনকে ছক্কা হাঁকিয়ে কিউইদের জয় নিশ্চিত করেছিলেন অলরাউন্ডার গ্র্যান্ট এলিয়ট। 

গেল বিশ্বকাপে হারের প্রতিশোধ অবশ্যই নিতে চাইবে দক্ষিণ আফ্রিকা। তাই তো পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে তাঁরা। পেসার লুঙ্গি এনগিডিও এই ম্যাচ দিয়ে মাঠে ফিরতে প্রস্তুত। 

বেউরন হেনরিক্সের পরিবর্তে একাদশে ফিরতে যাচ্ছেন লুঙ্গি। দলটির সব থেকে বড় দুশ্চিন্তা টপ অর্ডার ব্যাটসম্যানদের রান ক্ষরা। হাশিম আমলা-কুইন্টন ডি ককরা এখনও তাঁদের সেরাটা দিতে পারেন নি। তাই এই ম্যাচে তাঁদের কাছ থেকে বড় ইনিংসের আশা করছেন অধিনায়ক ডু প্লেসি।

নিউজিল্যান্ড দলে সবাই ফর্মে আছেন। একাদশেও তেমন কোন বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে অভিজ্ঞতার কারণে এই ম্যাচে ম্যাট হেনরির পরিবর্তে একাদশে ফিরতে পারেন টিম সাউদি।

বার্মিংহ্যামে বিশ্বকাপের ২৫তম ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। সম্প্রতি পারফর্মেন্সের বিচারে দক্ষিণ আফ্রিকার থেকে এক কদম এগিয়ে থেকেই মাঠে নামবে নিউজিল্যান্ড।


দক্ষিণ আফ্রিকা (সম্ভাব্য): কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), হাশিম আমলা, এইডেন মার্করাম, ফাফ ডু প্লেসি (অধিনায়ক), রাসি ভান ডার ডাসেন, ডেভিড মিলার/জেপি ডুমিনি, আন্দাইল ফেহলুকেয়ো, ক্রিস মরিস,  কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ইমরান তাহির

নিউজিল্যান্ড (সম্ভাব্য): মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম লাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, কলিন ডি গ্রান্ডহোম / ইশ সোধী, মিচেল সানটনার,ম্যাট হেনরি/টিম সাউদি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট