বর্ষসেরা পুরষ্কার

তিনবারের বর্ষসেরা ক্রিকেটার উইলিয়ামসন

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 17:23 বৃহস্পতিবার, 21 মার্চ, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

নিউজিল্যান্ড ক্রিকেটের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ তিন বার স্যার রিচার্ড হ্যাডলি মেডেল জেতার কীর্তি গড়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। বৃহস্পতিবার তৃতীয়বারের মতো এই পুরষ্কারের জন্য মনোনীত করা হয় উইলিয়াসনকে। 

তিন ফরম্যাটের ক্রিকেটে পারফর্মেন্সের ওপর ভিত্তি করে নির্বাচিত বর্ষসেরা ক্রিকেটারকে প্রদান করা হয় এই মেডেলটি। উইলিয়াসনের আগে মোট দুই বার স্যার রিচার্ড হ্যাডলি পুরষ্কার জয়ের রেকর্ড ছিলো ব্যাটসম্যান রস টেইলরের। এছাড়াও ২০১০ সালে সর্বপ্রথম এই পুরষ্কার চালু হওয়ার পর একবার করে জিতেছিলেন পেস তারকা ট্রেন্ট বোল্ট এবং সাবেক অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম। 

এদিকে শুধু বর্ষসেরা ক্রিকেটার হিসেবেই নয়, উইলিয়ামসন মনোনীত হয়েছেন সেরা টেস্ট ক্রিকেটার হিসেবেও। তাঁর অধীনে টানা পাঁচটি টেস্ট সিরিজে জয় লাভ করেছিলো নিউজিল্যান্ড। এই তালিকায় আছে উইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, পাকিস্তান এবং বাংলাদেশ। 

শুধু তাই নয়, নিউজিল্যান্ডের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ২০টি টেস্ট সেঞ্চুরিরও মালিক কিউই দলপতি। ২০১৮ সালের পর থেকে এখন পর্যন্ত ব্যাট হাতে ৯টি টেস্টে ৯২৫ রান সংগ্রহ করেছেন তিনি। অপরদিকে ২১টি ওয়ানডেতে ৮৩৮ এবং ১৫টি আন্তর্জাতিক টি টুয়েন্টিতে ৩৩২ রান করেছেন উইলিয়ামসন। 

গত পাঁচ বছরে মোট তিন বার বর্ষসেরা টেস্ট খেলোয়াড়ের খেতাব অর্জন করেছেন কিউই অধিনায়ক। যেখানে ২০১৭ সালে বোল্ট এবং ২০১৬ সালে আরেক পেসার নিল ওয়েগনার জিতেছিলেন এই পুরষ্কার। 

এছাড়াও রস টেইলরকে সেরা ওয়ানডে খেলোয়াড় হিসেবে নির্বাচিত করা হয়েছে। আর কলিন মুনরো পেয়েছেন সেরা টি টুয়েন্টি খেলোয়াড়ের পুরষ্কার। এই নিয়ে দ্বিতীয়বারের মতো এই পুরষ্কার জিতলেন মুনরো।