পিএসএল ২০১৯

স্টিভ স্মিথের বদলি আন্দ্রে রাসেল

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 16:01 বৃহস্পতিবার, 24 জানুয়ারি, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

কনুইয়ের ইনজুরির কারণে পাকিস্তান সুপার লীগের (পিএসএল) চতুর্থ আসরে খেলা হচ্ছেনা অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথের। তাঁর বদলি হিসেবে তাই ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে ড্রাফট থেকে দলে নিয়েছে মুলতান সুলতান্স। 

এবারই প্রথম পাকিস্তান সুপার লীগে অংশ নেয়ার কথা ছিল স্মিথের। কিন্তু চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলতে এসে ইনজুরির কবলে পড়তে হয় তাঁকে। ফলে মাত্র দুই ম্যাচ খেলেই দেশে ফিরে যেতে হয় সাবেক এই অজি অধিনায়ককে।

সেই ইনজুরি থেকে সেরে উঠতে অস্ত্রোপচার করাতে হয়েছে স্মিথকে। যেকারণে ছয় সপ্তাহেরও বেশী সময় ধরে মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। এই সময়ের মধ্যে ব্যান্ডেজ পরিহিত অবস্থায় থাকতে হবে এই তারকা ক্রিকেটারকে। সুতরাং তাঁর বিকল্প হিসেবে ক্যারিবিয়ান রাসেলকে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

পিএসএলের পরিচিত মুখ আন্দ্রে রাসেল। প্রথম তিন আসরেই ইসলামাদ ইউনাইটেডের হয়ে খেলেছিলেন তিনি। যার মধ্যে দুই বারই চ্যাম্পিয়ন হয়েছে দলটি। এদিকে ড্রাফট থেকে জো ডেনলিকেও দলে নিয়েছিল মুলতান সুলতান্স।

কিন্তু তিনিও অংশ নিতে পারছেন না আসন্ন পিএসএলে। তবে এর কারণটি এখনও জানা যায়নি। ডেনলির বদলি হিসেবে জেমস ভিন্সকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে মুলতান সুলতান্স।

মুলতান সুলতান্স স্কোয়াডঃ 

শোয়েব মালিক, শহীদ আফ্রিদি, মোহাম্মদ ইরফান, জুনায়েদ খান, শান মাসুদ, কায়েস আহমেদ, নিকোলাস পুরান, মোহাম্মদ আব্বাস, ইরফান খান, উমাইর সিদ্দিকি, লরি ইভান্স, মোহাম্মদ জুনায়েদ, মোহাম্মদ ইলিয়াস, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, টম মরেস, আলি শফিক, শাকিল আন্সার, আন্দ্রে রাসেল, জেমস ভিন্স।