বিপিএল ২০১৯

ব্রাথওয়েটের ব্যাটে চেয়ে খুলনা

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 17:21 বৃহস্পতিবার, 17 জানুয়ারি, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

সিলেটে আসরের প্রথম জয় পেয়ে কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে খুলনা টাইটান্স। পরের ম্যাচগুলোতেও ভালো করতে চায় দলটি, কিন্তু সেজন্য টপ অর্ডার ব্যাটসম্যানদের পাশাপাশি মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যাটের দিকে চেয়ে আছে টাইটান্সরা।

বিশেষ করে ক্যারিবিয়ান হার্ড হিটার কার্লোস ব্রাথওয়েটের উপর ভরসা রাখতে চাইছেন দলটির অলরাউন্ডার আরিফুল হক। এখন পর্যন্ত বিপিএলে নিজেকে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেন নি ক্যারিবিয়ান ব্যাটসম্যান ব্রাথওয়েট। সামনের ম্যাচগুলোতে তাঁর কাছে ঝড়ো ইনিংস চাইছে খুলনা।

প্রত্যেক ম্যাচেই টপ অর্ডার ব্যাটসম্যানরা দলকে ভালো সূচনা এনে দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত নীচের দিকের ব্যাটসম্যানরা ব্যর্থ হওয়ার কারণে বড় স্কোর গড়তে পারছে না খুলনা। তাই ব্রাথওয়েট এবং নিজেকে মিডেল অর্ডারের দায়িত্ব নিতে হবে বলে মনে করেন আরিফুল। তিনি জানান,

'আমাদের টপ অর্ডারে রান হচ্ছে, কিন্তু ফিনিশিংটা ভালো হচ্ছে না। কার্লোস নাম্বার ওয়ান হিটার ব্যাটসম্যান। বিশ্বের কয়েকটা ব্যাটসম্যান ধরলে ও একজন। ও উেইকেট পড়তে করতে পারছে না। আমি, কার্লোস নিচের দিকে একটু রান করতে পারলে আমাদের স্কোরটা ভালো হবে। আমাদের বোলিং সাইটা ভালো আছে, ব্যাটিংটা ভালো হলে আমরা এগিয়ে থাকতে পারবো।'

বিপিএলে ঢাকা পর্বে নিজেদের প্রথম চার ম্যাচের চারটিতেই হেরেছিল খুলনা। কোন জয় না নিয়ে সিলেট পর্বে খেলতে নেমে রাজশাহী কিংসের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়ে কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পায় রিয়াদ বাহিনী। এই ফিরে পাওয়া আত্মবিশ্বাস নিয়েই শুক্রবার কুমিল্লার বিপক্ষে মাঠে নামবে দলটি।