বিপিএল

ঘরের মাঠে মাশরাফিদের মুখোমুখি সিলেট সিক্সার্স

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 23:48 মঙ্গলবার, 15 জানুয়ারি, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

সিলেট পর্বে শুরুটা ভালো হয়নি ঘরের দল সিলেট সিক্সার্সের। তারা খুলনার বিপক্ষে মাত্র ৬৮ রানে অল আউট হয়ে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে কুমিল্লা ভিক্টরিয়ান্সের বিপক্ষে।

বুধবার নিজেদের পঞ্চম ম্যাচে মাঠে নামছে ডেভিড ওয়ার্নারের দল। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬ টায়।

এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ১ জয়ে ৭ দলের মধ্যে পয়েন্ট টেবিলের তলানিতে সিলেট সিক্সার্স। অন্যদিকে ৫ ম্যাচ খেলে ২ জয়ে পয়েন্ট টেবিলে ৪ নম্বরে অবস্থান করছে রংপুর রাইডার্স।

এই ম্যাচে ডেভিড ওয়ার্নারের দলের লক্ষ্য থাকবে টানা হারের বৃত্ত থেকে বের হওয়ার। তাছাড়া, রংপুর তাদের শেষ ম্যাচে তুলনামূলক ভাবে কম শক্তিশালী রাজশাহী কিংসের বিপক্ষে ৫ রানের ব্যবধানে হেরেছে। এই ম্যাচ দিয়ে তারাও জয়ের ধারায় ফিরতে চাইবে। 

চমক দেখাতে পারেন যারাঃ

নাজমুল ইসলাম অপু (রংপুর রাইডার্স): এখন পর্যন্ত আলো ছড়াতে না পারলেও বল হাতে দারুণ কার্যকরী এই স্পিনার। পাওয়ার প্লে ও মিডেল ওভারে রান আটকে বোলিং করে উইকেট আদায় করে নেয়ার দায়িত্ব থাকবে তাঁর ওপর। 

গত বিপিএলের পারফর্মেন্স দিয়ে জাতীয় দলে সুযোগ পাওয়া অপুর জন্য এবারের বিপিএল নিজেকে আরেক ধাপ উঁচুতে নিয়ে যাওয়ার মঞ্চ। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে স্পিন বিভাগের দায়িত্ব সামলাতে হবে আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর পুরনো অপুকে।

ডেভিড ওয়ার্নার (সিলেট সিক্সার্স): চিটাগংয়ের বিপক্ষে দারুণ এক অর্ধশতক পেয়েছিলেন সিক্সার্স অধিনায়ক ওয়ার্নার। তুলনামূলক স্লো উইকেটে করা তাঁর সেই অর্ধশতক জয়ের পথে নিয়ে গিয়েছিল দলকে। সিলেটের ব্যাটিং বান্ধব উইকেটে তাঁর ঝড়ো ব্যাটিংয়ের অপেক্ষায় থাকবেন ক্রিকেট প্রেমীরা।

রংপুর রাইডার্স স্কোয়াডঃ

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদি মারুফ, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, আবুল হোসেন রাজু, ফারদিন হোসেন অনিক, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, রবি বোপারা, রাইলি রুশো, বেনি হাওয়েল, শন উইলিয়ামস এবং শেলডন কট্রেল।

সিলেট সিক্সার্স স্কোয়াডঃ

লিটন দাস, নাসির হোসেন, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, তৌহিদ হৃদয়, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলক কাপালি, জাকির আলী, মেহেদি হাসান রানা, সোহেল তানভির, ডেভিড ওয়ার্নার, ইমরান তাহির, মোহাম্মদ নাওয়াজ, সন্দীপ লামিচানে, মোহাম্মদ ইরফান, গুলবাদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, প্যাট ব্রাউন, নিকোলাস পুরান।