ভারত-অস্ট্রেলিয়া সিরিজ

পার্থে সিরিজে ফিরল অস্ট্রেলিয়া

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 12:56 মঙ্গলবার, 18 ডিসেম্বর, 2018

ডেস্ক রিপোর্ট ||

পার্থ টেস্টে ভারতকে হারিয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা এনেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ২৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ভিরাট কোহলির দলকে ১৪৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে টিম পেইনের দল। 

ম্যাচের চতুর্থ দিন পাঁচ উইকেট হারিয়ে বসা ভারতের জন্য এই ম্যাচে জয় তুলে নেয়ার পথটা ছিল অনেক কঠিন। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান রিশাভ পান্ট এবং হানুমা বিহারিকে বড় কিছুই করতে হত ভারতকে ম্যাচে জয় এনে দিতে।

কিন্তু ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার বোলারদের তোপে প্রথম সেশনেই বাকি পাঁচ উইকেট হারিয়ে বসে তাঁরা। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪০ রানে গুটিয়ে যায় সফরকারীরা। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেয়া অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়ন নির্বাচিত হন ম্যাচ সেরা।

চতুর্থ দিন জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামা ভারত শুরুতেই দুই উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে গিয়েছিল। লোকেশ রাহুল ০ রানে সাজঘরে ফেরার পর আগের ম্যাচে ভারতের সেরা পারফর্মার চেতেশ্বর পুজারাও ফেরেন অল্প রানে।

আরেক ওপেনার মুরলি বিজয়কে নিয়ে হাল ধরার চেষ্টা করেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান এবং দলপতি ভিরাট কোহলি। দেখে শুনে স্কোরবোর্ডে রান যোগ করলেও দলীয় ৪৮ রানে নাথান লায়নের বলে স্লিপে ক্যাচ দিয়ে বসেন কোহলি। খানিক পর বিজয়কে দুর্দান্ত এক ডিলেভারিতে বোল্ড করে অস্ট্রেলিয়াকে জয়ের স্বপ্ন দেখান এই স্পিনার। 

৪ উইকেট হারিয়ে বসা টিম ইন্ডিয়াকে দিনের শেষ বেলায় এসে আরও বিপদে ফেলেন আজিঙ্কে রাহানে। ৩০ রান করে ট্রাভিস হেডকে ক্যাচ দিয়ে ফিরলে হানুমা বিহারি এবং রিশাভ পান্টের উপর দায়িত্ব পরে শেষ দিন ভারতকে জয়ের বন্দরে নিয়ে যাওয়ার।

পঞ্চম দিন সকালে ব্যাট করতে নেমে ভারতের জয়ে আরও বড় বাঁধা হয়ে দাঁড়ান মিচেল স্টার্ক। ১১৯ রানে বিহারিকে বিদায় করেন এই পেসার। খানিক পর পান্টও লায়নের তৃতীয় শিকার হয়ে সাজঘরে ফিরলে অস্ট্রেলিয়ার জয় শুধু সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় মাত্র।

তবে এরপর জয় পেতে অস্ট্রেলিয়াকে বেশীক্ষণ অপেক্ষা করতে হয় নি। স্টার্ক এবং কামিন্সের গতির সামনে লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা কেউ দাঁড়াতে পারেন নি। ফলে ১৪০ রানে থেমে যায় ভারতের ইনিংস। মিচেল স্টার্ক এবং নাথান লায়ন নেন সর্বোচ্চ তিনটি করে উইকেট। ১৪৬ রানের বড় জয় পেয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা আনতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। 

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ভিরাট কোহলির সেঞ্চুরিতে ভারত প্রথম ইনিংসে করেছিল ২৮৩ রান। আর প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৩২৬। নিজেদের দ্বিতীয় ইনিংসে অবশ্য বড় স্কোর গড়তে পারে নি টিম পেইনের দল। মোহাম্মাদ শামির গতির সামনে ২৪৩ রানে অল আউট হয় স্বাগতিকরা। 

সংক্ষিপ্ত স্কোরঃ

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসঃ ৩২৬ অল আউট (১০৮.৩ ওভার), (মার্কাস হ্যারিস ৭০, ট্রাভিস হেড ৫৮), (ইশান্ত শর্মা ৪১/৪)

ভারত প্রথম ইনিংসঃ ২৮৩ অল আউট (১০৫.৫ ওভার), (ভিরাট কোহলি ১২৩, আজিঙ্কে রাহানে ৫১), নাথান লায়ন (৬৭/৫)

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসঃ ২৪৩ অল আউট (৯৩.২ ওভার), (উসমান খাওয়াজা ৭২, টিম পেইন ৩৭), (মোহাম্মাদ শামি ৫৬/৬)

ভারত দ্বিতীয় ইনিংসঃ ১৪০ অল আউট (৫৬ ওভার), (রিশাভ পান্ট ৩০, আজিঙ্কে রাহানে ৩০), (নাথান লায়ন ৩৯/৩)