জাতীয় ক্রিকেট লীগ

বড় ব্যবধানে এগিয়ে সৌম্য-রাজ্জাকদের খুলনা

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 18:47 বুধবার, 07 নভেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

চলমান জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের ম্যাচে এখন পর্যন্ত কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে খুলনা বিভাগ। রংপুর বিভাগের বিপক্ষে তৃতীয় দিন শেষে ২০৪ রানে এগিয়ে আছে তারা। হাতে আছে এখনও ৪টি উইকেট। 

এদিন সকালে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ৪ উইকেটে ১২৬ রান নিয়ে খেলা শুরু করেছিল রংপুর। এরপর ৮ উইকেটে ২৪৯ নিয়ে ইনিংস ঘোষণা করে তারা। দলটির পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন ধীমান ঘোষ। এছাড়াও সোহরাওয়ার্দি শুভ ৪৮, মেহেদি মারুফ ৪২ এবং সাজেদুল ইসলাম ২৯ রান করেন। 

খুলনার পক্ষে অভিজ্ঞ স্পিনার এবং অধিনায়ক আব্দুর রাজ্জাক ৬২ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন। আর ১টি করে উইকেট পেয়েছেন আব্দুল হালিম, সৌম্য সরকার, আল-আমিন হোসেন এবং জিয়াউর রহমান।  

রংপুরের এই রানের জবাবে খেলতে নেমে পরবর্তীতে ৬ উইকেটে ১৯২ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করতে সক্ষম হয় আব্দুর রাজ্জাকের খুলনা। বর্তমানে ক্রিজে অপরাজিত আছেন জিয়াউর রহমান (১৭) এবং মইনুল ইসলাম (৬)।

এর আগে ম্যাচটির শুরুতে টসে জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠান রংপুর দলপতি সাজেদুল ইসলাম। এরপর ব্যাটিং করতে নেমে রংপুরের বোলারদের দারুণ পারফর্মেন্সে মাত্র ২৬১ রানে অলআউট হয়ে যায় আব্দুর রাজ্জাকের খুলনা।

দলটির পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করতে পেরেছিলেন মইনুল ইসলাম। এছাড়াও জিয়াউর ৪০, নুরুল হাসান ৩৬ এবং সৌম্য সরকার ২৬ রান করেন।  রংপুরের পক্ষে দারুণ বোলিং করেছিলেন রবিউল হক, সাজেদুল ইসলাম এবং তানবির হায়দার। এই তিনজনের প্রত্যেকেই প্রতিপক্ষের ৩টি করে উইকেট শিকার করেছেন। 

খুলনার ২৬১ রানের জবাবে এরপর খেলতে নেমে দ্বিতীয় দিন ৪ উইকেটে ১২৬ রান নিয়ে খেলা শেষ করেছিল রংপুর। এরপর আজ ২৪৯ রান নিয়ে ইনিংস ঘোষণা করে তারা। ফলে ১২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করার সুযোগ পায় আব্দুর রাজ্জাকের দল। 

খুলনা বিভাগ একাদশঃ 

মেহেদি হাসান, আনামুল হক বিজয়, সৌম্য সরকার, তুষার ইমরান, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), জিয়াউর রহমান, মইনুল ইসলাম, আব্দুর রাজ্জাক (অধিনায়ক), আব্দুল হালিম, আল-আমিন হোসেন। 

রংপুর বিভাগ একাদশঃ 

মেহেদি মারুফ, রাকিন আহমেদ, মাহমুদুল হাসান, নাইম ইসলাম, সোহরাওয়ার্দি শুভ, তানবির হায়দার, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), সাজেদুল ইসলাম (উইকেটরক্ষক), রবিউল হক, সঞ্জিত সাহা, শুভাশিষ রায়।  

সংক্ষিপ্ত স্কোর- 

খুলনা বিভাগ (প্রথম ইনিংস)- ২৬১/১০ (মইনুল-৫৪, জিয়াউর- ৪০) (তানবির-৩/১৪, সাজেদুল- ৩/৫৮)

রংপুর বিভাগ (প্রথম ইনিংস)- ২৪৯/৮ (ইনিংস ঘোষণা) (ধিমান-৫০*, শুভ-৪৮) (রাজ্জাক-৪/৬২, সৌম্য- ১/২০)

খুলনা বিভাগ (দ্বিতীয় ইনিংস)- ১৯২/৬ (তৃতীয় দিন শেষে) (জিয়াউর-১৭*, মইনুল-৬*) (রবিউল- ২/১, মাহমুদুল-২/৩৮) 

তৃতীয় দিন শেষে অবস্থান- খুলনা বিভাগ ২০৪ রানে এগিয়ে