মুশফিকের বক্তব্য

'তামিমের মতো খেলোয়াড় পাওয়া অনেক বড় আশীর্বাদ'

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 12:48 শনিবার, 18 আগস্ট, 2018

|| ডেস্ক রিপোর্ট || 

বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম প্রাণভোমরা হিসেবে তামিম ইকবালকে আখ্যায়িত করাটা খুব বেশি ধৃষ্টতা হয়তো হবে না। কারণ বাংলাদেশের ক্রিকেটে টাইগার এই ওপেনারের অবদান যে কতটা তা লিখে শেষ করা যাবে না। 

তামিমের ব্যাট যেদিন হাসবে সেদিন যে সমগ্র বাংলাদেশই আনন্দে উদ্ভাসিত হবে তা প্রমাণিত হয়েছে এর আগেও। টেস্টে ৮টি এবং ওয়ানডেতে ১১টি সেঞ্চুরির মালিক তামিমকে নিয়ে তাই গর্বিত হতেই পারে বাংলাদেশ দল। 

ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে প্রায় ১২ হাজার রান সংগ্রহ করেছেন তামিম ইকবাল। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী ওপেনারও তিনি। আর তাই তামিমের সতীর্থ মুশফিকুর রহিমও মনে করছেন তামিমকে দলে পাওয়াটা তাদের জন্য অনেক বড় একটি আশীর্বাদ স্বরূপ।

দেশীয় টিভি চ্যানেল এনটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে মুশফিক জানিয়েছেন তামিমের মতো ক্রিকেটার পাওয়া আসলেই অনেক বড় ভাগ্যেড় ব্যাপার। ক্রিকেটে ভালো করার জন্য অভিজ্ঞ তামিমের কাছ থেকে তরুণদের উপদেশ নেয়ার পরামর্শও দিয়েছেন মুশফিক। সাক্ষাৎকারে তিনি বলেছেন, 

‘আমরা তামিমের মতো একজন প্লেয়ার পেয়েছি, এটাই আমাদের জন্য অনেক বড় একটা আশীর্বাদ। আল্লাহর রহমতে ও যেভাবে ধারাবাহিক পারফরম্যান্স করছে, আমার মনে হয় তরুণ খেলোয়াড়রা ওর সঙ্গে একটা-দুইটা কথা বললেও তাঁদের অনেক সাহায্য হবে।'

অবশ্য শুধু তামিমকে নিয়েই নয়, মুশফিক কথা বলেছেন নিজের খেলা প্রসঙ্গেও। জানিয়েছেন তিন ফরম্যাটে ভালো করার জন্য অপরিসীম চ্যালেঞ্জের কথা। যদিও এই ধরণের চ্যালেঞ্জ যথেষ্ট উপভোগও করছেন তিনি। দলের জন্য সর্বদা অবদান রাখার চেষ্টা করে যাওয়া মুশফিকের বক্তব্য, 

'খেলার সময় অবশ্যই চ্যালেঞ্জ থাকে। তিনটা ফরম্যাট, বিভিন্ন স্থানে বিভিন্ন অবস্থায় নামতে হয়। সত্যি বলতে, আমি তিনটিই অনেক উপভোগ করি, যদিও তিনটিই অনেক চ্যালেঞ্জিং। তবে যেখানেই যাই, দলের জন্য অবদান রাখতে চেষ্টা করি।'