পাকিস্তান ক্রিকেট

পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ব্যাপক পরিবর্তন, নেই ফখর-ইফতিখাররা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:54 রবিবার, 27 অক্টোবর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

২০২৪-২৫ মৌসুমের জন্য এক বছরের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফখর জামান, ইমাম উল হক, হাসান আলী, ইফতিখার আহমেদ, সরফরাজ আহমেদকে এবারের কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি।

এবারের এই চুক্তিতে পিসিবির সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন পাঁচজন ক্রিকেটার। এরা হলেন খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আলী, মোহাম্মদ ইরফান খান এবং উসমান খান।

এই পাঁচ ক্রিকেটারকেই 'ডি' ক্যাটাগরিতে স্থান দেয়া হয়েছে। 'ডি' ক্যাটাগরিতে এই পাঁচ ক্রিকেটার ছাড়াও আছেন আরও ছয় ক্রিকেটার। সর্বোচ্চ ১১ জন ক্রিকেটারকে রাখা হয়েছে এই তালিকায়।

'সি' ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন নয় ক্রিকেটার। সম্প্রতি ঘরের মাঠে ইংল্যান্ড বধের দুই নায়ক নোমান আলী এবং সাজিদ খান আছেন এই ক্যাটাগরিতে। পাশাপাশি শাদাব খান, আবরার আহমেদ, হারিস রউফরা আছেন এই ক্যাটাগরিতে। হারিস গতবার 'বি' তে থাকলেও এবার 'সি' ক্যাটাগরিতে আছেন তিনি।

'বি' ক্যাটাগরিতে রাখা হয়েছে তিন ক্রিকেটারকে। নাসিম শাহ ও শাহীন শাহ আফ্রিদির পাশাপাশি এই ক্যাটাগরিতে আছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ। 'ডি' ক্যাটাগরি থেকে 'এ' তে উঠিয়ে আনা হলো তাকে। অপরদিকে 'এ' থেকে 'বি' তে নামিয়ে আনা হলো শাহীন শাহ আফ্রিদিকে।

'এ' ক্যাটাগরিতে আছেন মাত্র দুজন ক্রিকেটার। মোহাম্মদ রিজওয়ানের সাথে এই ক্যাটাগরিতে আছেন পাকিস্তানের নেতৃত্ব হারানো বাবর আজম। টেস্ট দলে সম্প্রতি জায়গাও হারিয়েছেন এই ব্যাটার।

কেন্দ্রীয়ভাবে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা:

ক্যাটাগরি 'এ': বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।

ক্যাটাগরি 'বি': নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি এবং শান মাসুদ।

ক্যাটাগরি 'সি': আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, হারিস রউফ, নোমান আলী, সাইম আইয়ুব, সাজিদ খান, সালমান আলী আঘা, সাউদ শাকিল এবং শাদাব খান।

ক্যাটাগরি 'ডি': আমির জামাল, হাসিবুল্লাহ, কামরান ঘুলাম, খুররম শাহজাদ, মীর হামজা, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ ইরফান খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এবং উসমান খান।