হার্শা ভোগলে (বামে) ও সাইমন ডুল (ডানে), ফাইল ফটো

হার্শা-ডুলকে ইডেনে নিষিদ্ধ করতে বিসিসিআইকে বেঙ্গল ক্রিকেটের চিঠি

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠ ইডেন গার্ডেন্স স্টেডিয়াম। ঘরের মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্সরা এখন পর্যন্ত খেলেছে চারটি ম্যাচ। আর সেই চারটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিততে পেরেছে আজিঙ্কা রাহানের দল। এতে অবাক হয়েছেন আইপিএলের দুই তারকা ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবং সাইমন ডুল। ঘরের মাঠে নিজেদের দলকে সুবিধা না দেয়ায় কিউরেটরের সমালোচনা করেন তারা। সমালোচনা করায় এই দুই ধারাভাষ্যকারকে যেন ইডেন গার্ডেন্সে কোন ম্যাচেই ধারাভাষ্য দিতে না দেয়া হয়, সেই দাবি ভারতের ক্রিকেট বোর্ডের কাছে করেছে ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)।
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক