৫৪ বলে সেঞ্চুরি ছুঁয়ে রেজা হেনড্রিকসের উদযাপন

সাইমকে ছাপিয়ে হেনড্রিকসের সেঞ্চুরিতে সাউথ আফ্রিকার জয়

পাকিস্তানের ব্যাটিং ইনিংসের যখন ৪ বল বাকি তখন ব্যাটিংয়ে এসে প্রথম বলেই ছক্কা মেরেছেন আব্বাস আফ্রিদি। পরের তিন বলেও স্ট্রাইকপ্রান্তে ছিলেন তিনিই। ফলে ইনিংসের শেষ ৯ বলে স্ট্রাইকপ্রান্তেই যেতে পারেননি ৯৮ রানে অপরাজিত থাকা সাইম আইয়ুব। তবে বাঁহাতি ওপেনারের ক্যারিয়ারসেরা ইনিংসে ২০৬ রানের পুঁজি পায় পাকিস্তান। রেজা হেনড্রিসের সেঞ্চুরি ও রাসি ভ্যান ডার ডাসেনের হাফ সেঞ্চুরিতে সহজেই সফরকারীদের দেয়া সেই লক্ষ্য পেরিয়ে গেছে সাউথ আফ্রিকা। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা।
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক