ফাইল ছবি

বুমরাহর হয়ে ব্যাট ধরলেন হার্শা

‘ওয়ার্কলোড’ ম্যানেজমেন্টের ভাবনায় অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে তিন টেস্টের বেশি খেলবেন না জসপ্রিত বুমরাহ! এমনটা আগেই নিশ্চিত করেছিল ভারত। ডানহাতি পেসার তিনটার বেশি টেস্ট না খেললেও সব ম্যাচ খেলে সবার প্রশংসা কুড়াচ্ছেন মোহাম্মদ সিরাজ। পুরো সফরে ভালো বোলিংয়ের পাশাপাশি ওভালে টেস্ট জয়ের নায়ক হয়ে ওঠায় অনেকে সিরাজের সঙ্গে তুলনা করে বুমরাহর ‘ওয়ার্কলোড’ সামলানো নিয়ে সমালোচনা করছেন। সমালোচনার ভিড়ে অবশ্য বুমরাহর হয়ে ব্যাট ধরেছেন হার্শা ভোগলে। ভারতের জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার প্রশ্ন তুলেছেন, যারা তারকা পেসারকে নিয়ে সমালোচনা করছে তারা জানে না বুমরাহ হয়ে উঠতে কত কী সহ্য করতে হয়।
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক