সংবাদ সম্মেলনে নুরুল হাসান সোহান, বিসিবি

বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের পেশাদারিত্বের অভাব দেখছেন সোহান

বদলে যাওয়া প্রেক্ষাপটে নতুন এক বিপিএল উপহার দিতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বেশ কিছু চেষ্টা চোখ পড়লেও আদৌতে বিপিএলের সার্বিক উন্নতি নজরে আসেনি সেভাবে। বিসিবির মতো ফ্র্যাঞ্চাইজিগুলোর কর্মকাণ্ডেও খুব বেশি পরিবর্তন আসেনি। অন্য সব বিপিএলের মতো এবার অপেশাদারিত্বের ষোলকলা পূর্ণ করেছে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। নুরুল হাসান সোহানও ফ্র্যাঞ্চাইজিদের মাঝে পেশাদারিত্বের অভাব দেখছেন। রংপুরের অধিনায়ক মনে করেন, রংপুর কিংবা বরিশালের মতো বাকিরাও পেশাদারিত্ব দেখাতে পারলে মাঠে আরও বেশি দর্শক আসবে।
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক