অপরাজিত ১৪৯ রানের ইনিংস খেলে গাজী ক্রিকেটার্সের জয়ের নায়ক এনামুল হক বিজয়, ক্রিকফ্রেঞ্জি

মোহামেডানকে হারিয়ে দুইয়ে বিজয়ের গাজী ক্রিকেটার্স

এনামুল হক বিজয়ের অপরাজিত ১৪৯ রানের ইনিংসের সঙ্গে হাফ সেঞ্চুরি করেছিলেন সাদিকুর রহমান। তবে শেষের দিকে তোফায়েল আহমেদের ২৯ বলে ৬৩ রানের ইনিংসে তিনশ ছাড়ানো পুঁজি পায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। ৩৩৭ রানের লক্ষ্য তাড়ায় রনি তালুকদার ও তামিম ইকবাল ভালো শুরু এনে দিলেও সেটা দীর্ঘস্থায়ী হয়নি। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক ৪৮ এবং আরেক ওপেনার রনি আউট হয়েছেন ৭৪ রানে। বাকিদের মাঝে মুশফিকুর রহিমের ৪৯ রান ছাড়া কেউই কিছু করতে পারেননি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ২৭১ রানে অল আউট হয়ে ৬৫ রানে হেরেছে মোহামেডান। ছয় ম্যাচের পাঁচটিতে জিতে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে গাজী ক্রিকেটার্স।
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক