লঙ্কানদের বিপক্ষেও পাঁচ বোলার?

promotional_ad

নিদাহাস ট্রফির ম্যাচে কলম্বোর প্রেমাদাসায় শ???িবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে লড়বে বাংলাদেশ এবং শ্রীলংকা। এই ম্যাচে জিতেই ত্রিদেশীয় সিরিজে ফিরতে চাইবে বাংলাদেশ।


আর তাই শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা দলের। ওপেনার হিসেবে যথারীতি থাকবেন তামিম ইকবাল এবং সৌম্য সরকার। লঙ্কানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ১৮ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলায় এই ম্যাচেও দলে থাকবেন লিটন কুমার দাস।


তিনি থাকার আরেকটি কারণ, ভারতের বিপক্ষে ৩০ ছুয়েছিল তার ইনিংস। এছাড়াও মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ অটোচয়েস। আর দর্শক পিটিয়ে ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ হওয়া সাব্বির থাকতে পারেন একাদশে।


কেননা ভারতের বিপক্ষে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন সাব্বির। তবে কলম্বোর উইকেট ক্রমশ স্পিনিং উইকেটে পরিণত হওয়ায় এই ম্যাচেও একাদশে থাকতে পারেন মেহেদী মিরাজ। আর তাতে সাইড বেঞ্চেই দেখা যেতে পারে আরিফুল হককে।


promotional_ad

এছাড়াও মুস্তাফিজুর রহমানের মাঠে নামা নিশ্চিত। ভারতের বিপক্ষে দলে জায়গা পাওয়া দুই পেস তারকা রুবেল হোসেন এবং তাসকিন আহমেদ এই ম্যাচেও থাকছেন এমনটা বলাই যায়। আর স্পেশালিষ্ট স্পিনার হিসেবে একাদশে থেকে যেতে পারেন নাজমুল ইসলাম অপু। 


বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)- তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মেহেদী মিরাজ/ আরিফুল হক, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন,  নাজমুল ইসলাম অপু।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball