তবুও কামব্যাকে আত্মবিশ্বাসী বাংলাদেশ

promotional_ad

কদিন আগেই লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচ টি২০ সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। এবার নিদাহাস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে সেই লঙ্কানদের বিপক্ষেই মাঠে নামছে টাইগাররা।


এদিকে, লঙ্কানদের মাটিতে তাদের বিপক্ষে লড়াইয়ে নামার আগে টাইগার পেসার তাসকিন আহমেদ জানিয়েছেন, এই ম্যাচে ভিন্ন  পরিকল্পনা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল।  


ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, "দেশের উইকেট এক রকম ছিল এখানের উইকেট আরেক রকম। আলাদা আলাদা মাঠ, আলাদা আলাদা পিচ। গেম প্লেনটাও অন্যরকম হবে।"


promotional_ad

টানা হারের বৃত্তে ঘুরপাক খাওয়া বাংলাদেশ দলের এখন প্রধাণ লক্ষ্যে ব্যাটিংয়ে ভালো একটি ভালো টোটাল দাঁড় করানো। ভারতের বিপক্ষে করা নিজেদের বোলিংয়ের ধারাবাহিকতাটা ধরে রাখতে পারলে ভাল কিছু করা সম্ভব বলে মনে করেন তাসকিন।


এই প্রসঙ্গে টাইগার পেসার বলেন,  "মূল জিনিসটা হচ্ছে ভালো উইকেটে ভালো টোটাল হয়। আমরা যদি ভালো একটা টোটাল করতে পারি এবং বোলিংয়ে ধারাবাহিকতাটা ধরে রাখতে পারি তবে ভালো কিছু হওয়া সম্ভব। যদিও চাপ থাকবে।"


লঙ্কানদের বিপক্ষে শেষ দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ দল। তারপরও আগামী কালকের ম্যাচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। এমনটাই জানিয়েছেন তাসকিন, "শেষ দুইটি ম্যাচে আমরা তাদের বিপক্ষে হেরেছি। তবুও আমরা বিশ্বাসী আমরা কাম ব্যাক করতে পারবো।"


এদিকে, নিদাহাস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ১৩৯ রান করেও ভারতের বিপক্ষে ৬ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। তাসকিন মনে করেন লড়াইয়ের জন্য আরও ২৫-৩০ রান প্রয়োজন ছিল। এই ম্যাচ নিয়ে চিন্তা না করে সতীর্থ্যদের ভুল থেকে শিক্ষা নেয়ার পরামর্শ দিয়েছেন এই টাইগার পেসার।


তাসকিনের ভাষ্যমতে, "আমার মনে হয় কালকে ২৫-৩০ রান কম হয়েছে আমাদের। এই রানগুলো হলে গল্পটা অন্যরকম হতে পারতো। যেহেতু ম্যাচটা চলে গেছে তাই আর কিছু করার নাই। এখানে থেকে আমরা শুধু শিক্ষা নিতে পারি।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball