আফিফদের জেতালেন সেঞ্চুরিয়ান সাদমান

promotional_ad

ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সকাল ৯টায় ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে মুখোমুখি হয়েছিল শুভাগত হোমের শাইনপুকুর ক্রিকেট ক্লাব এবং ইলিয়াস সানির শেখ জামাল।


এই ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শেখ জামাল অধিনায়ক ইলিয়াস সানি। প্রথমে ব্যাট করে এরপরে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের ছোটো ছোটো কিছু সংগ্রহে ২৬২ রান করে শেখ জামাল।


দলের পক্ষে জিয়াউর রহমান করেন সর্বোচ্চ ৭৯ রান। জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৯৫ রান যোগ করেন ওপেনার সাদমান ইসলাম এবং ফারদিন হাসান অনি।


promotional_ad

ফারদিন ৩৮ রান করে বিদায় নিলেও সাদমান তুলে নেন ফিফটি। ফিফটি হাঁকিয়েও থেমে যাননি সাদমান। দুর্দান্ত ইনিংস খেলে তুলে নেন সেঞ্চুরি। এই সেঞ্চুরি দিয়ে গেল ম্যাচে ৯৫ রান করে বিদায় নেয়ার দুঃখ ঘুচিয়েছেন এই ব্যাটসম্যান।


তবে মাঝে তার সঙ্গী  উদয় কউলও ফেরেন ১৩ রান করে। সাদমানের সেঞ্চুরিরর উপর ভর করে আর কোন উইকেট না হারিয়ে ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব।


সাদমান অপরাজিত থাকেন ১৪২ রানে। এছাড়াও তৌহিদ হৃদয় অপরাজিত থাকেন ৫০ রান করে। সোহাগ গাজী এবং রবিউল হক নেন ১টি করে উইকেট। 


শাইনপুকুর ক্রিকেট ক্লাব- সাদমান ইসলাম, উদয় কউল, ফারদিন হাসান অনি, তৌহিদ হৃদয়, আব্দুল গাফফার, আফিফ হোসেন, শুভাগত হোম (অধিনায়ক), মোহাম্মদ সাইফউদ্দিন, নাইম ইসলাম জুনিয়র,  রায়হান উদ্দিন, সুজন হাওলাদার। 


শেখ জামাল ধানমন্ডি ক্লাব- সৈকত আলি, হাসানুজ্জামান, জালাজ সাক্সেনা, জিয়াউর রহমান, সোহাগ গাজি, ইলিয়াস সানি (অধিনায়ক), তানবির হায়দার, কাজি কামরুল ইসলাম, মাহমুদুল হক, রবিউল হক, সাজেদুল ইসলাম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball