promotional_ad

বিজয়ের ভ্রমণ নিষেধাজ্ঞার ব্যাপারে জানে না বিসিবি, গঠন হচ্ছে স্বাধীন তদন্ত কমিটি

এনামুল হক বিজয়, ক্রিকফ্রেঞ্জি
এবারের বিপিএলে খেলার চেয়ে মাঠের বাইরের বেশ কিছু বিষয় নিয়েই বেশি আলোচনা হচ্ছে। বিপিএলের গ্রুপ পর্বের শেষদিনও আলোচনায় স্পট ফিক্সিং ইস্যু। দিনভর আলোচনা চলছে এর সঙ্গে কারা জড়িত আর কারা জড়িত নন তা নিয়ে। এরই মধ্যে বেশ কয়েকটি সংবাদমাধ্যম রিপোর্ট প্রকাশ করে ফিক্সিং ইস্যুতে এনামুল হক বিজয়কে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

promotional_ad

বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে বলা হয় বিসিবির দুর্নীতি দমন বিভাগের সন্দেহভাজনদের তালিকায় আছেন ১০ ক্রিকেটার। এর মধ্যে আছে বিজয়ের নামও। বিসিবি অবশ্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বিজয়ের ভ্রমণ নিষেধাজ্ঞার ব্যাপারে তারা এখনও কোনো বার্তা পাননি। এদিকে চলমান ঘটনাবলী তদন্তের জন্য শ্রীঘ্রই স্বাধীন তদন্ত সংস্থা গঠনের আশ্বাস দিয়েছে বিসিবি।


আরো পড়ুন

এরকম নিউজের পর আমার ক্যারিয়ারে কী হবে জানি না: বিজয়

২ ফেব্রুয়ারি ২৫
এনামুল হক বিজয়ের পেজের ভিডিও থেকে

তারা বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 'বিসিবি স্পষ্টভাবে জানাতে চায় যে, তারা এনামুল হক বিজয়ের উপর এ ধরনের কোনো নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে অবগত নয় এবং নিশ্চিত করেছে যে, এই মুহূর্তে তার বিরুদ্ধে কোনো সরকারি নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি তারা পায়নি।'



promotional_ad

বিপিএলে স্পট ফিক্সিং নিয়ে সংবাদ মাধ্যমে অনেক অভিযোগ এসেছে। আইসিসির নিয়ম অনুসরণ করে বিসিবি ও আকসু বিষয়গুলো তদন্ত করছে বলেও জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে। সেই সঙ্গে যাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে তা সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে হচ্ছে বলেও জানিয়েছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বিসিবি সব রকমের ব্যবস্থা নেবে বলেও আশ্বাস দেয়া হয়েছে।


আরো পড়ুন

দোষীদের বিচার না হলে বিপিএল ছাড়বেন বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিক

৮ ঘন্টা আগে
গণমাধ্যমে কথা বলছেন মিজানুর রহমান, ক্রিকফ্রেঞ্জি

বিসিবি বিজ্ঞপ্তিতে আরও লিখেছে, 'বিসিবি বিপিএল নিয়ে সম্ভাব্য দুর্নীতি-বিরোধী উদ্বেগ সংক্রান্ত মিডিয়া কভারেজও লক্ষ্য করেছে। বোর্ড খেলার সততা ও স্পিরিট বজায় রাখার প্রতি তাদের দৃঢ় প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করেছে। বিসিবি আইসিসি অ্যান্টি-করাপশন কোড ফর পার্টিসিপ্যান্টস কঠোরভাবে মেনে চলে এবং যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে।'



তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত জানিয়ে বিসিবি লিখেছে, 'বিসিবি অ্যান্টি-করাপশন ইউনিট (এসিইউ) বাংলাদেশ ক্রিকেটের মধ্যে সততা সংক্রান্ত সকল বিষয় নিরন্তর পর্যবেক্ষণ করছে এবং যথাযথ গোপনীয়তা ও বিচক্ষণতার সাথে সেগুলো মোকাবিলা করছে। তাদের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে, বিসিবি এসিইউ-এর তদন্তে আরও সহায়তা প্রদানের জন্য একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়ায় রয়েছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball