promotional_ad

যুব এশিয়া কাপ জয়ী অধিনায়ক তামিমকে দলে ভেড়ালো রংপুর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ম্যাচসেরার পুরষ্কার হাতে আজিজুল হাকিম তামিম, রংপুর রাইডার্স
আর কদিন পরই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঠের লড়াই। শেষ মুহূর্তে দল গুছিয়ে নেয়ার কাজ করছে দলগুলো। সেই ধারাবাহিকতায় এবার আজিজুল হাকিম তামিমকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স।

promotional_ad

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে এমনটা জানিয়েছে রংপুর ফ্র্যাঞ্চাইজি। কিছুদিন আগেই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। ভারতকে হারিয়ে এশিয়া কাপের মঞ্চ ঘরে তুলতে অনবদ্য অবদান রাখেন তামিম।


ব্যাটে-বলে পারফর্মের পাশাপাশি তার ক্ষুরধার নেতৃত্বও টনিক হিসেবে কাজ করেছে। এরপর জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতেও দারুণ পারফর্ম করেন তামিম। খুলনার হয়ে নয় ম্যাচে প্রায় ১৩৭ স্ট্রাইক রেটে ২৩৭ রান করে আসরের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক বনে যান তিনি।


দুটি অসাধারণ হাফ সেঞ্চুরিও এসেছে তামিমের ব্যাটে। বল হাতে কেবল তিন ইনিংসে বোলিং করার সুযোগ পান তিনি, উইকেট পাননি। তবে ভারতের বিপক্ষে যুব এশিয়া কাপ ফাইনালে মাত্র আট রান খরচায় তিন উইকেট নেন তিনি।


promotional_ad

দল হিসেবে বেশ গোছানো রংপুর রাইডার্স। সম্প্রতি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হওয়া গ্লোবাল টি-টোয়েন্টি লিগে শিরোপা জিতেছে দলটি। বিপিএলের ড্রাফট থেকে নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম, তৌফিক খান, আকিফ জাভেদ ও কার্টিস ক্যাম্ফারদের মতো ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে তারা।


ড্রাফটের আগে নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, অ্যালেক্স হেলস, ইফতেখার আহমেদ এবং খুশদিল শাহের মতো ক্রিকেটারদের রিটেইন এবং সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।


রংপুর রাইডার্স স্কোয়াড- নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম, তৌফিক খান, আকিফ জাভেদ, কার্টিস ক্যাম্ফার, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, অ্যালেক্স হেলস, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ ও আজিজুল হাকিম তামিম। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball