সাকিব আসতে পারছে না, এতে বোর্ড সম্পৃক্ত নয়: ফারুক
ছবি: সংগৃহীত
জুলাই বিপ্লবের পর দেশে আসা এক প্রকার অসম্ভব হয়ে উঠেছে সাকিবের জন্য। জাতীয় দলের হয়ে খেললেও হয়ত খেলতে হবে শুধু ঘরের বাইরের সিরিজগুলোতে। যদিও সেই কাজটি সহজ নয় বলে জানান ফারুক।
ফারুক বলেন, 'ও তো এখনও তালিকায় আছে। আশা করি ও যেভাবে চাচ্ছে বা এটার সমাধান হলে সাকিব এখনও জাতীয় দলে খেলার সামর্থ্য রাখে।'
'এভাবে একজন খেলোয়াড় শুধু বাইরের টুর্নামেন্ট খেলবে, তাকে মানসিকভাবে খুব শক্ত হতে হবে। ফ্র্যাঞ্চাইজি লিগ আর জাতীয় দল এক কথা না। দলের সাথে একটা প্রস্তুতিরও দরকার আছে। সেটা যেহেতু করতে পারছে না, আমার মনে হয় ও খেলার মতো অবস্থায় খুব একটা নেই। এ বিষয়টা আমরা ওর ওপর ছেড়ে দিয়েছি যে ও কী চিন্তা করছে।'
বিগত সরকারের বিদায়ের পর থেকে শেয়ার বাজার কেলেঙ্কারি, খুনের মামলাসহ বেশ কয়েকটি মামলা চলমান সাকিবের বিরুদ্ধে। তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে অনেক কিছুই এখন সরকারি নজরদারিতে।
এসব উপেক্ষা করেও তাকে দলে টেনেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল চিটাগাং কিংস। বিপিএল চলাকালে সাকিব দেশে ফিরে খেলতে পারবেন কিনা সেটার উত্তরও দিয়েছেন ফারুক।
তিনি বলেন, 'এটা নিয়ে আসলে আমি খুব বেশি উত্তর দিতে পারি না। আমাকে যদি বারবার প্রশ্ন করেন… আমি বিব্রত না, আমি চাই ও খেলুক। কিন্তু ব্যাপারটা পুরোপুরি… ও যে কারণে আসতে পারছে না, এতে বোর্ড কোনোভাবে সম্পৃক্ত নয়। এটার উত্তর দেওয়াও সহজ না আমার জন্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আদালত- ওদের এই ব্যাপারটা ম্যানশন করতে হবে।'