হারিস রউফের সঙ্গে বাগ্বিতণ্ডা, সেই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে পাকিস্তান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুতই ছড়িয়ে পড়েছিল হারিস রউফের এক ভিডিও। সেখানে এক ব্যক্তির দিকে তেড়েফুঁড়ে যেতে দেখা যায় পাকিস্তানের এই পেসারকে। যদিও এই ঘটনার পেছনের কারণ ছিল অজানা।
যদিও হারিস সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন তার পরিবারকে নিয়ে কিছু একটা বলেছিলেন সেই ব্যক্তি। এরপরই মেজাজ হারান তিনি। পারফরম্যান্স নিয়ে কোনো সমালোচনা করতে তা মাথা পেতে নেবেন বলে জানিয়েছিলেন এই পেসার।
এবার জানা গেছে এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অবিলম্বে সেই ব্যক্তিকে হারিসের কাছে ক্ষমা চাইতে বলেছেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি।

এক বিবৃতিতে নাকভি বলেছেন, 'হারিস রউফের সঙ্গে জড়িত ঘটনার তীব্র নিন্দা জানাই। আমাদের খেলোয়াড়দের বিরুদ্ধে এই ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং সহ্য করা হবে না। যারা জড়িত তাদের অবশ্যই অবিলম্বে হারিস রউফের কাছে ক্ষমা চাইতে হবে, তা না হলে আমরা দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব।'
ঘটনার সময় হারিসের সঙ্গে থাকা তার স্ত্রীও আটকাতে পারেননি তাকে। শেষ পর্যন্ত উপস্থিত আরও কয়েকজন হারিসকে শান্ত করার চেষ্টা করেন। এরপর অবশ্য সেই ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এই ঘটনার পর হারিস লিখেছেন, 'কজন পাবলিক ফিগার হিসেবে লোকজনের কাছ থেকে আমরা সব ধরনের প্রতিক্রিয়া গ্রহণ করতে পারি। তারা সমর্থনের পাশাপাশি সমালোচনারও অধিকার রাখে। তবুও যখন আমার পিতা-মাতা ও পরিবারের ব্যাপার চলে আসে, আমি সে অনুযায়ী প্রতিক্রিয়া দেখাতে দ্বিধাবোধ করব না। মানুষের প্রতি ও তার পরিবারের প্রতি সম্মান দেখানো গুরুত্বপূর্ণ, তার পেশা যাই হোক না কেন।'
চলতি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। এই বিশ্ব আসরে বল হাতে ফর্ম ছিলেন না হারিস। ৪ ম্যাচে ৬.৭৩ ইকোনোমিতে নিয়েছেন ৭টি উইকেট। প্রায় প্রতিটি ম্যাচেই গুরুত্বপূর্ণ সময়ে রান বিলিয়েছেন পাকিস্তানের এই পেসার।