সেরা পারফর্মার হিসেবে রিশাদকেই বেঁছে নিলেন কার্তিক
.jpg)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। সীমিত ওভারের এই বিশ্বকাপে এটাই বাংলাদেশ দলের সেরা সাফল্য। টাইগারদের এমন পারফরম্যান্সে বড় ভূমিকা আছে রিশাদ হোসেনের। ৪ ম্যাচে ৭টি উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার।
প্রায় প্রতি ম্যাচেই গুরুত্বপূর্ণ সময়ে দলকে ব্রেক থ্রু এনে দিয়েছেন তিনি। এর মধ্যে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডের বিপক্ষে ৩টি করে উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক তিনিই। রিশাদের এমন পারফরম্যান্স চোখে পড়েছে দীনেশ কার্তিকের।

তিনি এই লেগ স্পিনারের বোলিং দেখে মুগ্ধ হয়েছেন। 'ডি' গ্রুপের সেরা পারফর্মার হিসেবেও বাংলাদেশের এই স্পিনারকে বেঁছে নিয়েছেন কার্তিক। তিনি কথা বলেছেন ক্রিকবাজে ‘গ্রুপ স্টেজ রিভিউ’ অনুষ্ঠানে। সেখানেই রিশাদকে প্রশংসায় ভাসিয়েছেন কার্তিক।
তিনি বলেছেন, ‘আমার পছন্দ একটু ভিন্ন ধরনের। আমার পছন্দ রিশাদ। সে যেভাবে বোলিং করেছে, তাতে আমি মুগ্ধ। উইকেট থেকে “বাইট” আদায় করে টার্ন পেয়েছে। খুব বেশি উইকেট পায়নি। তবে তাকে দুর্দান্ত প্রতিভা মনে হচ্ছে। বাংলাদেশ দলে রিস্ট স্পিনার খুব বেশি দেখা যায় না। আমার মনে হয় রিশাদের মধ্যে তারা দারুণ কিছু খুঁজে পেয়েছে।’
বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে স্বস্তির শুরু পায়। কার্তিক মনে করেন এই ম্যাচই বাংলাদেশের সুপার এইটের পথ সহজ করে দিয়েছে। বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াইকে ভারত-পাকিস্তান ও ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচের চেয়ে কম নয় বলে দাবি কার্তিকের।
তিনি বলেছেন, ‘বাংলাদেশ–শ্রীলঙ্কার ম্যাচে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাব থেকে, তা ইংল্যান্ড–অস্ট্রেলিয়া ম্যাচ বা ভারত–পাকিস্তান ম্যাচের সঙ্গে লড়াই করতে পারে। তারা নিজেদের কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আবহ তৈরি করেছে। এবারের বিশ্বকাপেও নিউইয়র্কের লো স্কোরিং ম্যাচটি শেষ পর্যন্ত গেছে। বাংলাদেশ কোনোভাবে শ্রীলঙ্কাকে হারিয়েছে। শ্রীলঙ্কাকে হারানোর পর বাংলাদেশ জানত, সুপার এইটে যাওয়ার বড় সুযোগ আছে তাদের।’