promotional_ad

বিশ্বকাপে আফগানিস্তানের বোলিং পরামর্শক ব্রাভো

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বোলিং পরামর্শক হিসেবে ডোয়াইন ব্রাভোকে নিয়োগ দিয়েছে আফগানিস্তান। সেন্ট কিটস অ্যান্ড নেভিসে হতে যাওয়া ১০ দিনের ক্যাম্পে দলের সঙ্গে যোগ দেবেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই পেসার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।


ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন ব্রাভো। ২০২১ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন তারকা এই অলরাউন্ডার। যদিও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিতই খেলে যাচ্ছিলেন তিনি। চলতি বছরের শুরুতে সংযুক্ত আমিরাতে হওয়া ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে খেলেছেন ব্রাভো।



promotional_ad

এমআই এমিরেটসের হয়ে চ্যাম্পিয়নও হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ক্রিকেটার। ৫৭৩ ম্যাচে ৬২৫ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে সবার উপরে রয়েছেন তিনি। ক্রিকেট খেলে যাওয়ার পাশাপাশি কোচ হিসেবেও কাজ করছেন ব্রাভো। পাঁচবারের শিরোপাজয়ী চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ হিসেবে রয়েছেন তিনি।


২০২২ সালের ডিসেম্বরে আইপিএল থেকে খেলোয়াড়ী জীবনের ইতি টানার পরই চেন্নাইয়ের সাথে কাজ করছেন ৪০ বছর বয়সী এই অলরাউন্ডার। এদিকে ১০ দিনের অনুশীলন ক্যাম্প শেষে ওমানের বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানিস্তান। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে।


দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ৩১ মে রশিদ খানের দলের প্রতিপক্ষ স্কটল্যান্ড। বিশ্বকাপের এবারের আসরে ‘সি’ গ্রুপে রয়েছে আফগানিস্তান। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি এবং উগান্ডা। ৫ জুন থেকে বিশ্বকাপ মিশন শুরু করবে আফগানিস্তান। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ উগান্ডা।



ব্রাভোর মতো কাইরন পোলার্ডও বিশ্বকাপে পরামর্শক হিসেবে কাজ করবেন। জুনে হতে যাওয়া বিশ্বকাপে ইংল্যান্ডের পরামর্শক হিসেবে তাদের কোচিং প্যানেলে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই অধিনায়ক। শুধু মাত্র বিশ্বকাপের জন্যই তাকে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball