promotional_ad

অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে টাং

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাদা পোশাকের ক্রিকেট থেকে সম্প্রতি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন জেমস অ্যান্ডারসন। ফলে আসন্ন গ্রীষ্মে ইংল্যান্ড দলে তরুণ পেসাররা বেশি সুযোগ পাচ্ছেন সেটা ধরে নেয়াই যায়। তবে সেই সুযোগ মিস করতে যাচ্ছেন ইংল্যান্ডের তরুণ পেসার জস টাং।


তার পুরোনো চোট আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে। ফলে অনির্দিষ্টকালের জন্য ছিটকে গেছেন এই পেসার। গত আগস্ট থেকেই বুকের মাংশপেশিতে চোটের কারণে মাঠের বাইরে আছেন তিনি। সেই চোটের কারণে আসন্ন গ্রীষ্মেও তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।



promotional_ad

এই মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি টাং। আবারও নতুন করে চোট তার ফেরার অপেক্ষা আরও দীর্ঘায়িত করেছে। এক , 'আগের চোটের জায়গায় নতুন করে ব্যথা পেয়েছে জশ। কবে সে মাঠে ফিরবে, তার কোনো সময়সীমা নেই।'


গত বছরই জুনে আয়ারল্যান্ডের বিপক্ষে ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটে অভিষেক হয় টাংয়ের। সেই ম্যাচেই দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে সাদা পোশাকের ক্রিকেটে থিতু হওয়ার আশা দেখিয়েছিলেন তিনি। তবে এরপর আর মাত্র একটি টেস্টে খেলার সুযোগ পেয়েছেন টাং।


সর্বশেষ অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে লর্ডস টেস্টে খেলেছেন এই পেসার। সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর চোটের কারণে আর জাতীয় দলের হয়ে খেলা হয়নি তার। তবে ঘরোয়া ক্রিকেটে বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন তিনি।



আগামী জুলাইয়ে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দেবে ইংল্যান্ড। সেই সিরিজে তিনটি টেস্ট খেলবে দুই দল। সেই সিরিজটিই হতে চলেছে অ্যান্ডারসনের। ইংলিশ এই পেসারের জায়গা নেওয়ার দৌড়ে ছিলেন টাংও। তবে দুর্ভাগ্য তাকে অন্যদের চেয়ে পিছিয়ে দিয়েছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball