promotional_ad

ওয়ার্ম-আপ ম্যাচ নেই, ক্রিকেটারদের অভিজ্ঞতায় বাজি ধরছে নিউজিল্যান্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে ডাফি

৫০ মিনিট আগে
পাকিস্তানের বিপক্ষে বোলিংয়ে জ্যাকব ডাফি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে কমপক্ষে একটি হলেও প্রস্তুতি ম্যাচ খেলবে দলগুলো। সেই জায়গায় একটি প্রস্তুতি ম্যাচও খেলবে না নিউজিল্যান্ড। এ নিয়ে অবশ্য দুঃখ নেই নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টেডের। দলের ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতায় ভরসা করছেন তিনি।


এই মুহূর্তে আইপিএলে খেলছেন নয় কিউই ক্রিকেটার। রাজস্থান রয়্যালসের নিয়মিতই খেলছেন ট্রেন্ট বোল্ট। চেন্নাই সুপার কিংসের হয়ে ১২টি ম্যাচ খেলেছেন ড্যারিল মিচেল। একই দলের হয়ে নয়টি ম্যাচ খেলেছেন রাচিন রবীন্দ্র।



promotional_ad

এ ছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন লকি ফার্গুসন। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন ম্যাট হেনরি। মিচেল সান্টনার চেন্নাইয়ের হয়ে দুটি এবং কেন উইলিয়ামসন গুজরাট টাইটান্সের হয়ে দুটি ম্যাচ খেলেছেন।


সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠেই নামতে পারেননি গ্লেন ফিলিপস। এদিকে ইনজুরির কারণে আইপিএল থেকে ছিটকে গেছেন ডেভন কনওয়ে। এই দশ ক্রিকেটার ছাড়া বাকি পাঁচজন কিছুদিন আগেই পাকিস্তান সফর শেষ করে দেশে ফিরেছেন। দলের ক্রিকেটারদের নিয়ে ওয়েস্ট ইন্ডিজে 'মোমেন্টাম' খুঁজে পেতে আপাতত তাদের অভিজ্ঞতার ওপরই ভরসা করতে হচ্ছে স্টেডকে।


কিউইদের হেড কোচ বলেন, 'দারুণ শুরু পাওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজ কঠিন একটি জায়গা। ত্রিনিদাদ এবং টোবাগোতে একসঙ্গে সবাইকে পাওয়াও সহজ কাজ নয়। আমরা সেখানে ওয়ার্ম-আপ গেমসও খেলব না। আমাদের বেশ কয়েকজন ক্রিকেটার গত দু'মাস ধরে আইপিএলে খেলছেন এবং আমরাও সম্প্রতি পাকিস্তান থেকে ফিরেছি।'



'দলে অনেক ক্রিকেটারই আছেন যারা আগে সিপিএলে খেলেছেন। আমরা আপাতত তাদের ওপরই ভরসা করছি। ওয়েস্ট ইন্ডিজ গিয়ে প্রথম ম্যাচ থেকেই আমরা যেখানে থাকতে চাই সেখানে থাকার জন্যে অনুশীলনে আমরা নজর দিচ্ছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball