ভারতের বিশ্বকাপ দলে দুবেকে চান গিলক্রিস্ট

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হওয়ার আগেই রঞ্জি ট্রফিতে ১২১ রানের অপরাজিত ইনিংস খেলেন শিভাম দুবে। সেই ছন্দ আইপিএলেও বয়ে এনেছেন তিনি। চলতি আসরে চেন্নাই সুপার কিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক এই বাঁহাতি ব্যাটার। তাই দুবেকে বিশ্বকাপ দলে দেখছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী অ্যাডাম গিলক্রিস্ট।
নীতিশের চোটে টি-টোয়েন্টি দলে যোগ দিচ্ছেন দুবে
২৫ জানুয়ারি ২৫
২০২২ সালে রাজস্থান রয়্যালস থেকে চেন্নাইয়ে পাড়ি জমান দুবে। সেই আসরেই আইপিএলের এক মৌসুমে ব্যক্তিগত সর্বোচ্চ ২৮৯ রান করেন এই অলরাউন্ডার। পরের মৌসুম ২০২৩ সালে ব্যাট হাতে দলটির গুরুত্বপূর্ণ ব্যাটার হয়ে উঠেন। ১৬ ম্যাচে ১৫৮.৩৩ স্ট্রাইক রেটে ৪১৮ রান করে দলটির শিরোপা জয়ে দারুণ ভূমিকা রাখেন।

চলতি আসরেও ১৫৭.০৫ স্ট্রাইক রেটে ২৪৫ রান করেছেন দুবে। অবশ্য শুধু রান পাওয়াই নয়, এবার দুবেকে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে ব্যাট হাতে। সাধারণত স্পিনারদের বিপক্ষে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করা এই ব্যাটার এবার পেসারদের বিপক্ষেও দারুণ শট খেলছেন। বাঁহাতি এই ব্যাটারকে নিয়ে এমন মন্তব্য করেছেন গিলক্রিস্ট।
রোহিতকে ইংল্যান্ড সফরে দেখছেন না গিলক্রিস্ট
১০ জানুয়ারি ২৫
অস্ট্রেলিয়ার এই সাবেক উইকেটরক্ষক ব্যাটারের ভাষ্যমতে, 'শিভাম দুবে... আমার চোখে তার ফর্ম অপ্রতিরোধ্য। আমরা অনেকদিন ধরে এটা জানি এবং দেখে আসছি যে, সে স্পিনারদের ওপর চড়াও হয়, কিন্তু সে এখন ফাস্ট বোলারদেরও আক্রমণ করছে। এবার মাঠের চারপাশে শট নির্বাচনেও সে আত্মবিশ্বাসী।'
অবশ্য ভারতের ???িশ্বকাপ দলে সুযোগ পেতে হলে দুবেকে ব্যাটে, বলে পারফোর্ম করতে হবে। কিন্তু শেষ দুই বছরে চেন্নাইয়ের হয়ে বোলিং করতে দেখা যায়নি দুবেকে। যদিও সবশেষ আফগানিস্তান সিরিজে দুটি উইকেট নিয়েছিলেন তিনি। তাই গিলক্রিস্ট মনে করেন বিশ্বকাপে দলের জন্য অলরাউন্ডার ভূমিকা রাখতে পারবেন দুবে।
দুবের এই বোলিং সমস্যা নিয়ে গিলক্রিস্ট আরো বলেন, 'তারা (নির্বাচকরা) দুবের কাছে বার্তা পাঠিয়ে এটা নিশ্চিত করতে পারে, যেন সে অন্তত নেটে প্রচুর বোলিং করে। জানি, এতে ম্যাচ অনুশীলন হবে না। তবে তাকে টুর্নামেন্টের শেষের দিকে কিছুটা বোলিং করতে দেখা যেতে পারে। তবে যাই হোক না কেন, প্রতিভা হিসেবে সে চমৎকার।'