বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের মনোনয়নে ভারতেরই ৩ জন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গিলের ভুলে ২৫০ কোটি রুপি ক্ষতি হতে পারে ভারতের
২ ঘন্টা আগে
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০২৩ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার পুরস্কারে মনোনয়ন পেয়েছেন ভারতের তিন ক্রিকেটার বিরাট কোহলি, শুভমান গিল এবং মোহাম্মদ শামি। এই তালিকায় ভারতের তিন ক্রিকেটারের সঙ্গে আছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।
২০২৩ সালে দল হিসেবে সবচেয়ে বেশি ৩৫টি ওয়ানডে খেলেছে ভারত। এর মধ্যে বিশ্বকাপেই ১১টি ম্যাচ খেলেছে আসরে রানার-আপ হওয়া দলটি। দলটির ওপেনার শুভমান গিল বর্ষসেরায় মনোনয়ন পেয়েছেন ২৯ ম্যাচে এক হাজার ৫৮৪ রান করে। তার চাইতে বেশি রান গত বছর ওয়ানডেতে কেউ করেননি।

গেল বিশ্বকাপেই স্বপ্নের মতো এক আসর কাটিয়েছেন কোহলি। টুর্নামেন্ট-সেরা হওয়ার পথে সর্বোচ্চ ৭৬৫ রান তোলেন তিনি। একই বিশ্বকাপে এতো বেশি রান করেননি কেউই। সব মিলিয়ে বছরজুড়ে ২৭টি ওয়ানডেতে এক হাজার ৩৭৭ রান করেন কোহলি।
৪ দিন পরপর দাড়িতে রঙ করতে হয়, এটাই অবসরের সময়: কোহলি
৯ জুলাই ২৫
বর্ষসেরার লড়াইয়ে কোহলি ও গিলের সঙ্গী ভারতের পেসার মোহাম্মদ শামি। গেল বছর মাত্র ১৯ ওয়ানডেতে ৪৩ উইকেট নেন তিনি। বিশ্বকাপ স্বপ্নের মতো গিয়েছে তারও। আসরের মাঝপথ থেকে খেলার সুযোগ পেয়ে টুর্নামেন্ট-সর্বোচ্চ ২৪ উইকেট নেন তিনি।
এদের পাশাপাশি বর্ষসেরায় মনোনয়ন পাওয়া মিচেল ২৬টি ম্যাচে করেন এক হাজার ২০৪ রান। নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে এক পঞ্জিকাবর্ষে তৃতীয় সর্বোচ্চ রান এটি। এর মধ্যে বিশ্বকাপে ভারতের বিপক্ষে দুটি সেঞ্চুরি করেন তিনি। আসরে তার ব্যাটে আসে ৫৫২ রান।
মনোনয়ন তালিকায় জায়গা পাওয়া ৪ ক্রিকেটারের মাঝে একজন বর্ষসেরার স্বীকৃতি পাবেন। গণমাধ্যম প্রতিনিধিদের প্যানেল, আইসিসি ভোটিং একাডেমি এবং সমর্থকদের ভোটে একজনকে নির্বাচিত করা হবে। আইসিসির ওয়েবসাইটের মাধ্যমে সমর্থকেরা ভোট দিতে পারবেন।