খাওয়াজার পক্ষ নিয়ে আইসিসিকে ‘ভণ্ড’ বললেন হোল্ডিং

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রাচিন-ডাফিকে পেছনে ফেলে আইসিসির মাসসেরা আইয়ার
১৫ এপ্রিল ২৫পার্থ টেস্টের আগে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে নিজের জুতায় 'ফ্রিডম ইজ অ্যা হিউম্যান রাইট (স্বাধীনতা একটি মানবাধিকার)' এবং 'অল লাইভস আর ইকুয়াল (প্রতিটি জীবনই সমান মূল্যবান)' লিখে অনুশীলনে নেমেছিলেন উসমান খাওয়াজা। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়ার আপত্তিতে সেই জুতো পরে ম্যাচে মাঠে নামতে পারেননি অস্ট্রেলিয়ার এই ওপেনার।
এরপর ভিন্ন কারণে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন খাওয়াজা। এ কারণে অস্ট্রেলিয়ার এই ওপেনারকে প্লেইং কন্ডিশন ভাঙার কারণে অভিযুক্ত করে তাকে সর্তক করে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এসব ঘটনায় আইসিসির কড়া সমালোচনা করেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার মাইকেল হোল্ডিং।

মেলবোর্নে মঙ্গলবার শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-পাকিস্তানের বক্সিং ডে টেস্ট। এই ম্যাচে শান্তির প্রতীক সম্বলিত জুতা পরার অনুমতি চেয়েছিলেন খাওয়াজা। মুখে জলপাই শাখাসহ একটি ঘুঘু পাখির স্টিকার সম্বলিত জুতা পায়ে অনুশীলনও করেন বাঁহাতি ব্যাটার। যদিও আইসিসি তাকে সেই অনুমতি দেয়নি।
এরপই চটেছেন হোল্ডিং। তিনি খাওয়াজা ইস্যুতে আইসিসির ভূমিকায় বিস্মিত। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেছেন, 'আমি খাওয়াজাকে কেন্দ্র করে তৈরি হওয়া ঝামেলার বিষয়টি অনুসরণ করছি। আর এটা বলতে পারছি না যে আমি আইসিসির অবস্থানে বিস্মিত।'
আইসিসিকে ভণ্ড বলে হোল্ডিং যোগ করেন, 'যদি এটা অন্যান্য অনেক সংস্থার মতো হতো, যারা এরকম ব্যাপারগুলোতে তাদের মনোভাব ও আচরণের ক্ষেত্রে ধারাবাহিকতার কিছু লক্ষণ দেখায়, তবে আমি অবাক হওয়ার দাবি করতে পারতাম। কিন্তু তাদের ক্ষেত্রে নয়। আবারও তারা একটি সংগঠন হিসাবে তাদের ভণ্ডামি এবং নৈতিক অবস্থানের ঘাটতি দেখিয়েছে।'
আইসিসি এর আগে কৃষ্ণাঙ্গদের সমর্থনে 'ব্ল্যাক লাইভস ম্যাটার' এবং সমকামীদের সমর্থনে 'এলজিবিটিকিউ' আন্দোলনের পক্ষে সংহতি প্রকাশের অনুমতি দিয়েছিল। সে সময় আইসিসির কার্যক্রম বেশ প্রশংসিতও হয়েছি। তবে ফিলিস্তিন ইস্যুতে আইসিসির নিরব ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।
আইসিসির ভূমিকা নিয়ে তিনি বলেন, 'আইসিসির নিয়ম বলে যে রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত কার্যকলাপ বা ঘটনার সঙ্গে সম্পর্কিত কোনো বার্তা প্রকাশের অনুমোদন দেওয়া হবে না। তাহলে কীভাবে বিএলএমের সময় মানুষকে হাঁটু গেড়ে সংহতি জানানোর অনুমতি দেওয়া হয়েছিল? আর স্টাম্পগুলো এলজিবিটিকিউয়ের রঙে ঢেকে দেয়া হয়েছিল?'