আইপিএলের কারণে বন্ধু হওয়া কঠিন: অশ্বিন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আর্শদিপের চোট, ভারতীয় দলে ডাক পেলেন চেন্নাইয়ের পেসার
৪১ মিনিট আগে
কদিন আগেই রবিচন্দ্রন অশ্বিন বলেছিলেন ভারতীয় দলে কেউ বন্ধু নয়, সবাই নাকি সতীর্থ। এ নিয়ে সমালোচনাও তৈরি হয়েছিল বেশ। এবার নিজের আগের বলা সেই কথার প্রেক্ষিতেই এই অলরাউন্ডার জানিয়েছেন ভারতের ক্রিকেটারদের বন্ধুত্বে সবচেয়ে বড় বাঁধা আইপিএল।
অশ্বিন আরও জানিয়েছেন, তিনি আগে যা বলেছিলেন সেটাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছিল। আগে সিরিজের পর সিরিজ একসঙ্গে খেলার কারণে ক্রিকেটারদের মধ্যে বন্ধুত্ব হওয়ার সুযোগ ছিল অনেক বেশি। তবে ঘরোয়া ক্রিকেট ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কারণে একে অপরের বিপক্ষে খেলতে হয় তাই বন্ধু হওয়া যায় না বলে মনে করেন অশ্বিন।

নিজের পুরোনো বক্তব্যের ব্যাখ্যা দিয়ে অশ্বিন বলেন, 'আমি যেটা বলেছিলাম আর সকলে যা বুঝেছিল সেটা সম্পূর্ণ আলাদা। আমি বলতে চেয়েছিলাম যে, আগে এক একটা সিরিজ অনেক বেশি দিন ধরে চলত। তাই বন্ধুত্ব হওয়ার সুযোগ বেশি থাকত। এখন আমরা সব সময় খেলে যাচ্ছি। তিন ধরনের ক্রিকেট খেলছি। কোথাও আবার একে অপরের বিপক্ষে খেলছি। তাই বন্ধু হওয়া খুব কঠিন। মাঠে লড়াই করতে হলে সেই মানসিকতাটাও প্রয়োজন হয়। তাই বন্ধু হওয়া যায় না।'
গিলক্রিস্টের চেয়ে ভালো ব্যাটসম্যান পান্ত, দাবি অশ্বিনের
৯ জুলাই ২৫
ক্রিকেটারদের মধ্যে বন্ধুত্ব না হওয়ার পেছনে সরাসরি আইপিএলকেই দোষারোপ করেছেন অশ্বিন। প্রায় প্রতি আসরেই ক্রিকেটারদের দল বদলাতে হয়। একেবারে বন্ধু হয় না এই কথাকেও উড়িয়ে দিয়েছেন তিনি। আইপিএলের কারণে বন্ধুত্বের সুযোগ কমে যায় বলে বিশ্বাস এই অলরাউন্ডারের।
তিনি বলেন, 'আইপিএলে তিন মাসের জন্য ভারতীয় দলের সতীর্থেরা হয়ে যায় প্রতিপক্ষ। এত বেশি অন্য দলের হয়ে খেললে বন্ধু হওয়া কঠিন। তবে একেবারেই যে বন্ধুত্ব হয় না, সেটা বলা ভুল। কিন্তু হওয়াটা কঠিন। এখন তো এটাই স্বাভাবিক নিয়ম হয়ে গিয়েছে। এতে নেতিবাচক কিছু আছে বলে আমি মনে করি না।'
২০১০ সাল থেকেই ভারতীয় দলের অবিচ্ছেদ্য অংশ অশ্বিন। বর্তমানে সীমিত ওভারের দলে ব্রাত্য হয়ে পড়লেও টেস্টে এখনও ভারতের অন্যতম ভরসার নাম অশ্বিন। এখনও পর্যন্ত ভারতের হয়ে ৯৪টি টেস্ট, ১১৩টি ওয়ানডে এবং ৬৫টি টি-টোয়েন্টি খেলেছেন অশ্বিন। তিন ফরম্যাট মিলিয়ে তার নামের পাশে রয়েছে ৭১২টি উইকেটও।