promotional_ad

সেরাদের কাতারে বাংলাদেশের শামিম

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অনেক উত্তেজনা, রোমাঞ্চ ঘটিয়ে শনিবার সমাপ্ত হল ২০১৮ অনূর্ধ্ব ঊনিশ এশিয়া কাপ। বাংলাদেশে আয়োজিত যুব এশিয়া কাপে শ্রীলঙ্কাকে পরাজিত করে শিরোপা বিজয়ী দল ভারত। এই নিয়ে ষষ্ঠবারের মতো অনূর্ধ্ব ঊনিশ এশিয়া কাপের শিরোপা ঘরে তুলতে সক্ষম হয়েছে তাঁরা।


শিরোপা জেতার পাশাপাশি আসরের সেরা ব্যাটসম্যানদের মধ্যেও শীর্ষে ভারতীয়রা। ভারত দলের ওপেনার যশ্বসী জয়সওয়াল, যিনি সেরা ব্যাটসম্যানদের তালিকায় সবার উপরে। টুর্নামেন্টে তিনটি ম্যাচ খেলে ২১৪ রানের সংগ্রাহক এই ব্যাটসম্যান।


৭১.৩৩ গড়ে রান তুলেছেন এই ব্যাটসম্যান। তিন ম্যাচে দুইটি অর্ধশতক রয়েছে তাঁর। গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ৯২ রানের ইনিংস খেলেছেন জাসওয়াল। সেরা ব্যাটসম্যানদের এই তালিকায় দ্বিতীয় লঙ্কান ডানহাতি ব্যাটসম্যান নুভানিদু ফার্নান্দো।


promotional_ad

চার ম্যাচ খেলে ১৯৫ রান সংগ্রহ করেছেন তিনি। ৬৫ গড়ে রান করা এই ব্যাটসম্যানের একটি শতক এবং একটি অরধ শতক রয়েছে এই টুর্নামেন্টে। সেমিফাইনালে আফগানিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ১১১ রান করেছিলেন ফার্নান্দো।


তৃতীয়তে আছেন আরেক ভারতীয় ব্যাটসম্যান আয়ুশ বাদোনি। তিনটি ম্যাচ খেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান এবং সংগ্রহ করেছেন ১৪৫ রান। ৭২.৫০ গড়ে রান তুলেছেন এবং দুইটি অর্ধশতক হাঁকিয়েছেন। যেখানে তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল ৬৫ রানের।


এ তালিকায় চতুর্থ অবস্থানে আছেন বাংলাদেশ দলের মিডেল অর্ডার ব্যাটসম্যান শামিম হোসেন। সেমিফাইনালে আসর থেকে দল ছিটকে পড়ায় তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন এই ব্যাটসম্যান।


তিন ম্যাচে ৭২ গড়ে ১৪৪ রান সংগ্রহ করেছেন শামিম। যেখানে দুটি অর্ধশতক ছিল তাঁর। পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৬৫ রানের ইনিংসটি এই টুর্নামেন্টে তাঁর সর্বোচ্চ।


শামিমের পরেই অবস্থান আরেক ভারতীয় ব্যাটসম্যান অনুজ রাওয়াতের। তিন ম্যাচে ৯২ রান নিয়ে পঞ্চম অবস্থানে আছেন তিনি। ৩০ গড়ে রান তুলে একটি অর্ধশতকের দেখা পেয়েছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball