শ্রীলঙ্কা-ইংল্যান্ড সিরিজে ফিক্সিং ইস্যুতে সতর্ক আইসিসি

ছবি: ম্যাচ ফিক্সিং

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) বুধবার এক বিবৃতিতে জানিয়েছে ম্যাচ ফিক্সিংয়ের আশঙ্কা থাকায় শ্রীলঙ্কা সফরের আগে ইংলিশ ক্রিকেটারদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হবে।
যেখানে ইংলিশদের পাশাপাশি থাকবে লঙ্কান ক্রিকেটাররাও। মূলত দুর্নীতির থেকে ক্রিকেটারদের দূরে রাখার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। আইসিসির দুর্নীতি দমন কমিটির প্রধান অ্যালেক্স মার্শাল এই প্রসঙ্গে জানিয়েছেন,

আমি আগামী কয়েকদিনের মধ্যে উভয় দলের সাথে এই ব্যাপারে বৈঠক করবো। এই বৈঠকে তাঁদের সতর্ক করা হবে দুর্নীতিবাজদের সম্পর্কে।'
এর আগে চলতি বছরের মে মাসে আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা শ্রীলঙ্কা ক্রিকেটে ম্যাচ গড়াপেটা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। প্রতিবেদনটিতে দেখানো হয়েছিল গত বছরের জুলাইয়ে ঘরের মাঠে শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি পাতানো ছিল।
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি নিয়েই সব চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছিল আল-জাজিরা। কাতারভিত্তিক এই টিভি চ্যানেলের খবরে জানা যায়, ভারতের ৩০৪ রানে জিতে নেওয়া ম্যাচটি নাকি ছিল পাতানো! গলের গ্রাউন্ডম্যান এবং একজন খেলোয়াড় ম্যাচের আগে নাকি পিচ পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
সেই 'বিতর্কিত' গলেই আগামী ৬ই নভেম্বর থেকে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড। আর তাতেই নতুন করে লাইম লাইটে উঠে এসেছে সেই ঘটনাটি। গলে হতে যাওয়া প্রথম টেস্ট চার দিনের মধ্যে নিষ্পত্তি করে দেওয়ার অভিযোগও আছে গ্রাউন্ডসম্যান থারাঙ্গা ইন্দিকা এবং পেশাদার ক্রিকেটার থারিন্দু মেন্ডিসের উপর। যদিও তঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।