সেমিতে ভারতকে পেল বাংলাদেশ

ছবি: ছবি- এসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৮ অনূর্ধ্ব ঊনিশ এশিয়া কাপের সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেয়েছে বাংলাদেশ। আগামী ৪ই অক্টোবর সকাল ৯ টায় মিরপুরের শেরে-ই-বাংলা আন্তর্জাতিক স্টেডিয়ামে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামবে তৌহিদ হৃদয়ের দল।
ভারতের সাথে বাংলাদেশের শেষ দেখা হয়েছিল চলতি বছরের জানুয়ারী মাসে। বিশ্বকাপ বাছাই পর্বের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। তবে সে দেখায় বাংলাদেশকে পাত্তাই দেয়নি ভারত।

ক্ষুদে টাইগারদের ১৩১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ম্যাচটি জিতে নিয়েছিল ভারতীয়রা। চলমান এশিয়া কাপেও দারুণ ফর্মে আছে দলটি। গ্রুপ পর্বের একটি ম্যাচও পরাজিত না হয়ে পূর্ণ পয়েন্ট নিয়েই সেমিফাইনাল খেলছে পাওয়ান শাহর দল।
শেষ দেখায় বাংলাদেশকে হারান এবং টুর্ন???মেন্টে এখন পর্যন্ত অপরাজিত দল হিসেবে আত্মবিশ্বাসের দিকে বাংলাদেশ থেকে কিছুটা এগিয়ে ভারত। তবে টাইগারও ছেড়ে কথা বলবে না।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয়ের পর বাকি দুই ম্যাচ দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন হৃদয়-নাবিলরা। শক্তিশালী পাকিস্তানকে হারিয়েছে তাঁরা। পাশাপাশি মঙ্গলবার হংকংয়ের বিপক্ষে ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা।
ঘরের মাঠ, চেনা কন্ডিশন, জয়ের ধারাবাহিকতা সব মিলিয়ে দারুণ আত্মবিশ্বাসী টাইগাররাও। এদিকে টুর্নামেন্টের অপর সেমিফাইনাল আগামী ৫ই অক্টোবর একই মাঠে অনুষ্ঠিত হবে।
ঐ ম্যাচে গতবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন আফগানিস্তান মোকাবিলা করবে টুর্নামেন্টের এখন অবধি আরেক অপরাজিত দল শক্তিশালী শ্রীলঙ্কার। ৭ই অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে সমাপ্ত হবে যুব এশিয়া কাপের এবারের আসর।