গর্ব করা উচিৎ ক্রিকেটারদের- মাশরাফি

ছবি: মাশরাফি বিন মর্তুজা

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
এশিয়া কাপে তৃতীয়বারের মত শিরোপার খুব কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে বাংলাদেশকে। ফাইনালে ভারতের কাছে শেষ বলে হারলেও বাংলাদেশ অধিনায়কের মতে এই টুর্নামেন্ট থেকে তাঁর দল অর্জন করেছে অনেক কিছুই।
খেলোয়াড়দের প্রতি ম্যাচে নিবেদন দিয়ে লড়ে যাওয়ার মানসিক দৃঢ়তা মুগ্ধ করেছে তাঁকে। তবে পাশাপাশি মাশরাফি এটাও মনে করিয়ে দিলেন নিজেদের ছোটখাট ভুল আর ঘাটতি থেকেও শিক্ষা নিতে হবে এখনই। শনিবার রাতে দেশে ফিরে অধিনায়ক মাশরাফি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,

'অন্যান্য বারের থেকে এবার আমি সবাইকে শক্ত দেখেছি। যেটা ভাল লক্ষণ। তাঁরা শেষ পর্যন্ত লড়াই করেছে, জেতার ইচ্ছা তাদের ভেতরে ছিল, অনেক সীমাবদ্ধতার মধ্যেও। অবশ্যই আমি কেন, তাদের নিজেদেরও গর্ববোধ করা উচিত নিজেদের নিয়ে। হয়তো তাঁরা বুঝতে পেরেছে, কে কতটুক করতে পারত, কোথায় কার ঘাটতি ছিল। যেটা খুবই গুরুত্বপূর্ণ। ক্রিকেট তো সামনে আরও এগিয়ে যাবে। সামনে বিশ্বকাপ আছে, দুই তিনটা সিরিজ আছে। এখানের ভুল সামনে না করলেই এগিয়ে যেতে পারবে।'
এবারের এশিয়া কাপে ইনজুরির কবলে পরে খেলতে পারেননি পরীক্ষিত পারফর্মার তামিম ইকবাল। একই কারনে সবগুলো ম্যাচে খেলতে পারেননি দলের সেরা অলরাউন্ডার সাবিক আল হাসানও। অপরদিকে দলে নতুন করে সুযোগ পাওয়া মোহাম্মদ মিথুন নজর কাড়া ব্যাটিং করেছেন।
এছাড়াও শুরুতে নিজের সেরাটা দিতে ব্যর্থ হলেও ফাইনালে এসে সামর্থ্যের প্রমাণ দিয়েছেন লিটন কুমার দাসও। সবমিলিয়ে নানা প্রতিকূলতার মাঝেও ২০১৯ বিশ্বকাপের প্রস্তুতি কি সম্পন্ন হয়ে গেল টাইগারদের? এই প্রশ্নের জবাব অবশ্য মাশরাফি দিয়েছেন অনেকটা কূটনৈতিক ভাবেই। তিনি জানিয়েছেন,
'এভাবে বলা কঠিন, কারণ বিশ্বকাপের এখনো ৮-১০ মাস বাকি। এর আগেও অনেক গুরুত্বপূর্ণ সিরিজ আছে। কে থাকবে কে থাকবে না এটা বলা কঠিন। তবে প্রক্রিয়াটা শুরু হচ্ছে এখন থেকে। নিউজিল্যান্ড সিরিজ থেকে হয়তো পুরোদমে শুরু হয়ে যাবে। এর মধ্যে দল দাঁড় করানো খুব জরুরী।'