মিথুনের রান আউট মোড় ঘুরিয়েছে ম্যাচেরঃ রোহিত

ছবি: ছবিঃ ক্রিকইনফো

|| ডেস্ক রিপোর্ট ||
ওপেনিং জুটিতে ১২০ রান সন্তুষ্টি এনে দিয়েছিল বাংলাদেশকে। কিন্তু সেই জুটি ভাঙ্গার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগাররা। তবে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা মনে করছেন, রবীন্দ্র জাদেজার অসাধারণ ফিল্ডিংয়েই ম্যাচের আসল মোড়টা ঘুরে গিয়েছিল। যেখানে রান আউটের বলী হয়েছিলেন পাঁচে ব্যাট করতে নামা ইনফর্ম মোহাম্মদ মিথুন।
শুধু এই ম্যাচেই নয়, সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে চার উইকেট নিয়েছিলেন এই জাদেজা। ম্যাচটা নিজেদের করে নিতে জাদেজার উইকেটগুলো অনেক বেশি অবদান রেখেছিল। শুক্রবার ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে এই বাঁহাতি অর্থোডক্স বোলারের উচ্ছ্বাসিত প্রশংসা করে রোহিত বলেন,

'বাংলাদেশের বিপক্ষে( সুপার ফোরের) ম্যাচের আগের দিন জাদেজা এসে দলের যোগ দিয়েই পরের দিন মাঠে নেমে ৪ উইকেট নিয়েছিল। আর আজও সে দলের জয়ে বড় ভুমিকা রেখেছে।
বল হাতে চেষ্টা করেছে, অসাধারণ একটা রান আউট করেছে সে, আমার মতে এই রান আউটটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। এখানেই আমাদের ম্যাচে ফেরার রাস্তা খুলে যায়। খুবই গুরুত্বপূর্ণ ছিল ওই সময়ের রান আউটটা।'
ফাইনালে জাদেজা শুধু বোলিং কিংবা ফিল্ডিংয়েই নয় ব্যাট হাতেও বাংলাদেশের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন। ভারতের ব্যাটিং বিপর্যয়ে সাত নম্বরে ব্যাট করতে এসে ম্যাচের ফলাফল নিজেদের দিকে ধাবিত করেন জাদেজা।
২৫ রানের ইনিংস খেলে আউট হলেও রোহিত মনে করছেন তার এই রানই ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রোহিতের ভাষ্য মতে, 'ব্যাট হাতে সে প্রয়োজনের সময় রান করেছে। আমি বলবো এমন পরিস্থিতিতে তাঁর ২৫ রান ৫০ রানের সমান।'