promotional_ad

বাংলাদেশকে পাত্তাই দিল না শ্রীলংকা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পরাজয় দিয়ে যুব এশিয়া কাপের মিশন শুরু করল বাংলাদেশ দল। শনিবার শ্রীলংকার বিপক্ষে ৬ উইকেটের হার নিয়ে মাঠ ছাড়ে তৌহিদ হৃদয়ের নেতৃত্বাধীন বাংলাদেশ।


এদিন ম্যাচের শুরুতে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান লঙ্কান দলপতি নুয়ান পেরেরা। কিন্তু ব্যাট করতে নেমে  শ্রীলংকার বোলারদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের যুবারা।


promotional_ad

লঙ্কান যুবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৬.৪ ওভারে মাত্র ১৪১ রানে গুটিয়ে যায় তৌহিদ হৃদয়ের দল। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ দল।


শুধু মাত্র  চতুর্থ উইকেট জুটিতে ওপেনার তানজিদ হাসান এবং অধিনায়ক তৌহিদ হৃদয় মিলে দলের হাল ধরেন। দু'জন মিলে দেখে শুনে খেলে ৪৫ রানের জুটি গড়েন দলের পক্ষে।


কিন্তু নীচের সারির ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ১৪১ রানে গুটিয়ে যায় টাইগাররা। সর্বোচ্চ ৩৫ রান আসে অধিনায়ক হৃদয়ের ব্যাট থেকে। শ্রীলংকার পক্ষে দুলশান, সেনারত্নে এবং ওয়েলালাগে নেন ২টি করে উইকেট। 


১৪২ রানের লক্ষ্যে ব্যাট করে নেমে ২৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়লেও নুয়ান ফার্নান্ডোর ৬৪ রানের অপরাজিত ইনিংসের ইপর ভর করে চার উইকেটের জয় তুলে নেয় শ্রীলংকা। বাংলাদেশের পক্ষে শরিফুল ২টি এবং মৃত্যুঞ্জয় নেন ১টি উইকেট।


বাংলাদেশ একাদশঃ তানজিদ হাসান, প্রান্তিক নাবিল, সাজিদ হোসেন, তৌহিদ হৃদয়, শামিম হোসেন, আকবর আলি, শাহাদাত হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিশাদ হোসেন, মেহেদি হাসান, শরিফুল ইসলাম



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball