তৃতীয় সেরা মুশফিকুর রহিম

ছবি: মুশফিকুর রহিম

বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ফাইনাল দিয়ে সদ্যই শেষ হয়েছে ১৪তম এশিয়া কাপের আসর। এই টুর্নামেন্টের পুরোটা জুড়ে জয়জয়কার ছিল ভারত, বাংলাদেশ এবং আফগানিস্তানের ব্যাটসম্যানদের।
সেরা রান সংগ্রাহকের তালিকার প্রথম পাঁচ জনই এই তিন দেশের। যাদের মধ্যে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন টাইগার উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
তালিকার তৃতীয়তে থাকা মুশফিক ৫ ম্যাচ খেলে ১টি শতক এবং ১টি অর্ধশতকে ৬০.৪০ গড়ে ৩০২ রান সংগ্রহ করেছেন। বাংলাদেশকে ফাইনালে তোলার পিছনেও ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। শুধু তাই নয়, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে সেরা ক্রিকেটারও নির্বাচিত হন।
মুশফিক ছাড়াও শীর্ষ পাঁচ রান সংগ্রাহকের তালিকায় প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছেন শিরোপা জয়ী ভারতের দুই ওপেনার শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা। টুর্নামেন্টে ৫ ম্যাচ খেলে ৬৮.৪০ গড়ে সর্বোচ্চ ৩৪২ রান করেন ধাওয়ান। যেখানে তাঁর রয়েছে ২টি শতক।
অপরদিকে দ্বিতীয়তে থাকা রোহিত সমান সংখ্যক ম্যাচ খেলে সংগ্রহ করেছেন ১০৫ গড়ে ৩১৭ রান। তাঁর রয়েছে ১টি শতক এবং ২টি অর্ধশতক। টুর্নামেন্টে দারুণ ব্যাটিং করে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন আফগানিস্তনের দুই ব্যাটসম্যানও।

২৬৮ রান নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন আফগান মারকুটে ওপেনার মোহাম্মদ শাহজাদ। ৫৩.৬০ গড়ে এই রান সংগ্রহ করেন তিনি। তাঁর রয়েছে ১টি শতক এবং ১টি অর্ধশতক।
শাহজাদের পর অর্থাৎ পঞ্চম স্থানে রয়েছেন তাঁরই সতীর্থ হাশমতউল্লাহ শহীদি। ৫ ম্যাচে ৬৫.৭৫ গড়ে তাঁর সংগ্রহ ২৬৩ রান। যেখানে ৩টি অর্ধশতক হাঁকিয়েছেন এই আফগান।
এশিয়া কাপের সেরা পাঁচ রান সংগ্রাহকের তালিকাঃ
১। শিখর ধাওয়ান (ভারত)- ৩৪২
২। রোহিত শর্মা (ভারত)- ৩১৭
৩। মুশফিকুর রহিম (বাংলাদেশ)- ৩০২
৪। মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান)- ২৬৮
৫। হাশমতউল্লাহ শহীদি (আফগানিস্তান) -২৬৩