promotional_ad

অভিষেক হচ্ছে আরিফুলের?

ছবিঃ ক্রিকইনফো
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এশিয়া কাপের স্কোয়াডে থাকলেও এখন পর্যন্ত প্রত্যেক ম্যাচেই বেঞ্চে বসে থাকতে হয়েছে আরিফুল হককে। তবে ভারতের বিপক্ষে শুক্রবারের ফাইনালে ওয়ানডে অভিষেক হতে পারে এই ডানহাতি ব্যাটসম্যানের।


ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে এসে কাপ্তান মাশরাফি বিন মর্তুজা ইঙ্গিত দিয়েছিলেন, ফাইনাল ম্যাচে উদ্বোধনী জুটিতে পরিবর্তন আসতে পারে। মাশরাফির ভাষায়, এমন কেউ ওপেন করতে পারেন যে আগে কখনও এই দায়িত্ব পালন করেনি।


মাশরাফির ইঙ্গিত মতে, ওপেনিংয়ে পরিবর্তন আসলে একাদশে সুযোগ পেতেও পারেন আরিফুক হক। তবে সুযোগ পেলে তিনি কোন পজিশনে দায়িত্ব পালন করবে সেটা নিশ্চিত ভাবে বলা যাচ্ছেনা। 


promotional_ad

'কাল হয়তো এমন একজন ওপেনিংয়ে নামবে, যে আগে জীবনে ওপেনিংয়ে নামে নাই' (মাশরাফি)


মাশরাফির বক্তব্যের পর ধরেই নেয়া যাচ্ছে একাদশে পরিবর্তন আসছে এই ম্যাচে। সেক্ষেত্রে লিটন দাসের পরিবর্তে সৌম্য সরকারের সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে ইমরুল কায়েসকে।


যদি ইমরুল উপরে খেলেন তাহলে লোয়ার অর্ডারে ব্যাটিং অর্ডারের দায়িত্ব পালন করতে দেখা যেতে পারে আরিফুল হককে। হয়তো ভারতের বিপক্ষে ম্যাচেই অভিষেক হতে পারে তাঁর।


অন্যদিকে যেহেতু সাকিব আল হাসান নেই সেক্ষেত্রে আরিফুলকে একাদশে রেখে মমিনুলকে বসিয়ে নাজমুল ইসলাম অপুকে একাদশে রাখতে পারে টাইগার টিম ম্যানেজম্যান্ট।


কিন্তু ফাইনালের মত এতো গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে এতোগুলো পরিবর্তন আনতে বাড়তি চিন্তা করতে হবে টিম ম্যানেজম্যান্টকে। শেষ পর্যন্ত এমনও হতে পারে পাকিস্তানের বিপক্ষে জয়ী একাদশ নিয়েই মাঠে নেমেছেন কাপ্তান মাশরাফি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball