ফিক্সিংয়ের অভিযোগ অস্বীকার রানাতুঙ্গা ও ডি সিলভার

ছবি: অর্জুনা রানাতুঙ্গা এবং অরবিন্দ ডি সিলভা

সম্প্রতি শ্রীলঙ্কার দুই কিংবদন্তী ক্রিকেটার অর্জুনা রানাতুঙ্গা ও অরবিন্দ ডি সিলভার বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল। আর এই অভিযোগটি করেছিলেন শ্রীলঙ্কা ক্রিকেটের সাবেক সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা।
১৯৯৪ সালে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ হারার জন্য অর্থ নিয়েছিলেন সাবেক এই লঙ্কান দুই ক্রিকেটার, এমনটাই অভিযোগ জানিয়েছেন সাবেক সভাপতি সুমাথিপালা। কিন্তু এই অভিযোগটি সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন শ্রীলঙ্কার এই দুই কিংবদন্তী।
কলম্বোতে সাংবাদিকদের এ প্রসঙ্গে রানাতুঙ্গা বলেন, ‘আমরা কোনও ঘুষ নেইনি। আমরা কোনও ম্যাচ পাতাইনি।'

কিন্তু সুমাথিপালার অধীনেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে কাজ করেছিলেন অরবিন্দ ডি সিলভা। তিনি যদি এমন কোন কাজ করতেন তাহলে কেন তাকে বোর্ডে রাখা হয়েছিল এমন প্রশ্ন তুলেছেন ডি সিলভা। এ নিয়ে তাঁর বক্তব্য,
'যদি আমি ম্যাচ পাতিয়েই থাকে তাহলে কেন সে (সুমাথিপালা) তার ক্রিকেট কমিটিতে আমাকে রেখেছিল।’
সুমাথিপালা তাদের বিরুদ্ধে ১৫ হাজার ডলার নেয়ার অভিযোগ করেছিলেন। কিন্তু ১৯৯৬ সালে শ্রীলঙ্কাদের বিশ্বকাপ এনে দেয়া এই ক্রিকেটাররা এত অল্পতে বিক্রি হয়ে যাবেন এমনটা মানতে পারছেন না সাবেক অধিনায়ক রানাতুঙ্গা। তাই নিজের ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন,
‘না শুধু ১৫ হাজার ডলার কেন? আমরা চাইলে বিশ্বকাপ হাতছাড়া করতে ১৫ মিলিয়ন ডলারই নিয়ে নিতাম।’