ইতিহাসের প্রথম বদলি উইকেটরক্ষক রায়ান মারে

ছবি:

ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে রোববার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল জিম্বাবুয়ে। এদিন ইনজুরিতে পড়ে জিম্বাবুয়ের নিয়মিত উইকেটরক্ষক ব্রেন্ডন টেলর মাঠ ছাড়লে তার বদলি হিসেবে জিম্বাবুয়ের উইকেট সামলান দ্বাদশ খেলোয়াড় রায়ান মারে।
মাঠে নেমেই ইতিহাসের প্রথম বদলি উইকেটরক্ষক হিসেবে নাম লেখান এই জিম্বাবুইয়ান। যদিও ওই ম্যাচে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের প্রথম জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। তবে, দারুণ এক রেকর্ডে নাম লিখিয়ে মাঠ ছেড়েছেন মারে।

বদলি উইকেটরক্ষক হিসাবে প্রথম ম্যাচেই ৩টি ক্যাচ ধরেন তিনি। ওয়ানডে ইতিহাসে দ্বাদশ খেলোয়াড় বা সাবস্টিটিউট হিসেবে এক ম্যাচে পঞ্চম খেলোয়াড় হিসাবে ৩ বা তার চেয়ে বেশি ডিসমিসালের রেকর্ড হওয়ার কথা মারের। তবে, এই রেকর্ড মারের ক্যারিয়ারে যুক্ত হচ্ছে না।
কারণ আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, কোনো সাবস্টিটিউট মাঠে যেকোনো ডিসমিসাল করলে তা ক্যারিয়ারের রেকর্ডের সাথে যুক্ত হবে না। এর আগে দীর্ঘদিন ক্রিকেটে দ্বাদশ খেলোয়াড় ফিল্ডিংয়ের সুযোগ পেলেও উইকেটকিপিংয়ের সুযোগ ছিল না।
নিয়মিত উইকেটরক্ষক ইনজুরি বা অন্য কোন কারণে মাঠ ছাড়তে বাধ্য হলে প্রথম একাদশের একজনকে উইকেট সামলানোর দায়িত্ব নিতে হতো। তবে ২০১৭ সালে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) নতুন আইনের প্রস্তাব করে।
যেখানে বলা হয়, দ্বাদশ খেলোয়াড় উইকেটকিপিং করতে পারবেন। পরে যা আইসিসির সভায় বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেয়া হয়। এই নিয়মটি গত বছরের অক্টোবর থেকে কার্যকর হয়। এর আগে নভেম্বরে নতুন আইনের আওতায় প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম বদলি উইকেটরক্ষক হিসাবে ভারতের রবি কুমার রোহিত মাঠে নামেন।