promotional_ad

৫ ম্যাচে চারবার স্লো ওভার রেটের শাস্তি পেল পাকিস্তান

পাকিস্তান দলের একাংশ
সর্বশেষ পাঁচ ওয়ানডের মধ্যে চারটিতেই স্লো ওভার রেটের কারণে শাস্তি পেতে হয়েছে পাকিস্তানকে। এর মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টানা তিন ম্যাচে স্লো ওভার রেট করেছে দলটি। কিউইদের বিপক্ষে শেষ ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে দলটির খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

promotional_ad

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, মাউন্ট মঙ্গানুইতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার পিছিয়ে ছিল পাকিস্তান। তাই দলটির খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসির আচরণবিধি অনুসারে, স্লো ওভার রেটের কারণে ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানার বিধান রয়েছে।


আরো পড়ুন

পাকিস্তানের তিক্ত অভিজ্ঞতায় অস্ট্রেলিয়ার কোচ হতেও নারাজ গিলেস্পি

১১ ঘন্টা আগে
ফাইল ছবি

এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে ম্যাচ ফির ১০ শতাংশ ও দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে শেষে পাকিস্তানের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ আনেন দুই অন-ফিল্ড আম্পায়ার ক্রিস ব্রাউন ও পল রাইফেল। এরপর সেই অভিযোগ আমলে নিয়ে পাকিস্তানকে শাস্তি দেন ম্যাচ রেফারি জেফ ক্রো।



promotional_ad

পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। এ নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ চার ম্যাচেই স্লো ওভার রেটের শাস্তি পেয়েছে পাকিস্তান।  সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে উদ্বোধনী ম্যাচে কিউইদের বিপরীতে মন্থর ওভার রেটের কারণে তাদেরকে সাজা দেওয়া হয়েছিল।


আরো পড়ুন

বাংলাদেশ দলের ফিল্ডিং কোচের দায়িত্বে মুম্বাইয়ের সাবেক কোচ

৬ ঘন্টা আগে
মুম্বাইয়ের জার্সিতে জেমস প্যামেন্ট

এদিকে নিউজিল্যান্ড সফরে দুঃস্বপ্নের মতো সময় কেটেছে পাকিস্তান দলের। কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হেরেছে রিজওয়ানের দল। ওয়ানডে সিরিজে তারা হেরেছে ৩-০ ব্যবধানে। কার্যত পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় সারির নিউজিল্যান্ড দল খেলেছে। 



কারণ দলটির নিয়মিত ক্রিকেটারদের মধ্যে মিচেল স্যান্টনার, গ্ল্যান ফিলিপস, রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়েসহ বেশ কয়েকজন তারকা ব্যস্ত আইপিএলে। আর কেন উইলিয়ামসন ব্যস্ত আইপিএলের ধারাভাষ্য। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball