লাহোর কালান্দার্স

‘টাকা অসম্ভবকেও সম্ভব করে’, রাজার ভ্রমণ নিয়ে ইমাদ

ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেই লাহোরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সিকান্দার রাজা। বার্মিংহামে রাতের ডিনার করা জিম্বাবুইয়ান অলরাউন্ডার দুবাইয়ে সেরেছেন সকালের নাশতা। গাড়ি যোগে আবুধাবি পৌঁছে সেখানে করেছেন লাঞ্চ। পরবর্তীতে টসের ১০ মিনিট আগে লাহোরে পৌঁছে খেলেছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল। লাহোরের তৃতীয় শিরোপা জয়ের নায়কদের একজনও হয়ে উঠেছেন রাজা। তারকা অলরাউন্ডারের এমন পেশাদারিত্ব প্রশংসায় ভাসছে সর্বত্র। ইমাদ ওয়াসিম জানান, টাকা থাকলে এমন সম্ভব জিনিস অনায়াসেই সম্ভব হয়ে উঠে।
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক