promotional_ad

পিএসএল খেলতে ইসিবির কাছে এনওসির স্পষ্টতা চান ইংলিশ ক্রিকেটাররা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পিএসএলে পেশাওয়ার জালমির হয়ে খেলবেন টম কোহলার-ক্যাডমোর
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফটের আগেই জেমস ভিন্সকে করাচি কিংস এবং ক্রিস জর্ডান ও ডেভিড উইলিকে রিটেইন করে মুলতান সুলতানস। ১৩ জানুয়ারি লাহারে হওয়া ড্রাফট থেকে দল পেয়েছেন ইংল্যান্ডের আরও তিন ক্রিকেটার। পেশাওয়ার জালমির হয়ে খেলবেন টম কোহলার-ক্যাডমোর আর লাহোর কালান্দার্সের জার্সিতে দেখা যাবে স্যাম বিলিংস ও কম কারানকে।

promotional_ad

৬ ইংলিশ ক্রিকেটার দল পেলেও পিএসএলে খেলতে পারবেন কিনা সেটার নিশ্চয়তা নেই। গত নভেম্বরে বিদেশি লিগ খেলার ব্যাপারে কঠোর অবস্থান নেয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নতুন নিয়ম অনুযায়ী, ইংল্যান্ডের ঘরোয়া মৌসুম চলাকালীন অন্য বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলতে ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেবে না দেশটির ক্রিকেট বোর্ড। 


আরো পড়ুন

পিএসএল প্লেয়ার্স ড্রাফটে ১৯ দেশের ৫১০ বিদেশি ক্রিকেটার

৭ জানুয়ারি ২৫
লাহোর ফোর্টে হবে পিএসএলের প্লেয়ার্স ড্রাফট, পিসিবি

এমনটা হলে বড় ধাক্কা খাবে পিএসএল ও যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি)। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে চলতি বছরের পিএসএলে হবে এপ্রিল-মে মাসে। একই সময়ে চলবে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ। ফলে নিজ দেশের ঘরোয়া ক্রিকেটের মান বাঁচাতে বিদেশি লিগে খেলার ব্যাপারে কঠোর অবস্থান নিচ্ছে ইসিবি। যদিও শুরু থেকেই এমন নিয়মের বিরোধীতা করে আসছেন ক্রিকেটাররা। 



promotional_ad

কাউন্টিতে সাদা বলের চুক্তিতে আছেন এমন ক্রিকেটারদের বিদেশি লিগ খেলার অনাপত্তি পত্র দেয়া হবে যদি না সেটি টি-টোয়েন্টি ব্লাস্ট অথবা দ্য হান্ড্রেডের সঙ্গে সাংঘর্ষিক হয়। এমনটা হলে বিলিংস, কারান, জর্ডান এবং উইলি পিএসএল খেলার অনাপত্তি পত্র পেয়ে যাবেন। কোহলার-ক্যাডমোর ও ভিন্সের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন। 


আরো পড়ুন

ইংল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে সাউদিকে বিদায়ী উপহার কিউইদের

১৭ ডিসেম্বর ২৪
টিম সাউদি, সংগৃহীত

সমারসেটের সঙ্গে কোহলার-ক্যাডমোর এবং হ্যাম্পশায়ারের সঙ্গে সব সংস্করণের চুক্তি আছে ভিন্সের। ৮ এপ্রিল শুরু হওয়া পিএসএল শেষ হবে ১৯ মে। ফলে পিএসএলের পুরো মৌসুম খেললে কাউন্টি চ্যাম্পিয়নশিপের অন্তত ছয়টি ম্যাচ মিস করবেন তারা দুজন। পিএসএলে খেলতে হলে সব ফরম্যাটের চুক্তির বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে কোহলার-ক্যাডমোর ও ভিন্সকে। আপাতত এনওসি নিয়ে স্পষ্টতা চেয়েছেন ইংলিশ ক্রিকেটাররা।



ইএসপিএন ক্রিকইফোর প্রতিবেদন অনুযায়ী, পিএসএলের ড্রাফটের নাম দিয়েছিলেন ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ৬ ক্রিকেটার। তবে ড্রাফটের আগে পিসিবিকে তারা জানিয়ে দেয় পিএসএলের জন্য ছাড়া হবে তাদের। সেই তালিকায় ছিলেন সবশেষ জুন থেকে ইংল্যান্ডের হয়ে না খেলা জনি বেয়ারস্টোর এবং ইল্যান্ডের সাদা বলের স্পেশালিস্ট ক্রিকেটার আদিল রশিদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball